জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাস্তার পাশের কালভার্টে গিয়ে প্রবল গতিতে ধাক্কা মারল যাত্রীবাহী বাস। প্রবল ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল বাসটির সামনের অংশ। ঘটনাস্থল ও হাসপাতাল মিলিয়ে এখনওপর্যন্ত নিহতের সংখ্যা ১২। আহত ৩৬ জন। রাজস্থানের লক্ষ্ণণগড়ের ঘটনা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-আরজি কর বিতর্কে হইচই করে ফের IMA-র ভোটে প্রার্থী তৃণমূলের শান্তনু সেন!


মঙ্গলবার দুপুরে ওই যাত্রীবাহী বাসটি যাচ্ছিল সালাসর থেকে লক্ষ্ণণগড়ে। পথে শিকারের একটি জায়গায় দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। এমনটাই জানিয়েছেন জেলা পুলিস সুপার। আহতদের লক্ষ্ণগড় ও শিকারের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।


এক প্রত্যক্ষদর্শীর দাবি, বাসটি প্রবল বেগে এসে ধাক্কা মারে একটি কালভার্টে। বাসের সামনের অংশ দুমড়ে ভেতরে ঢুকে যায়। প্রবল চিত্কার করে ওঠে যাত্রীরা। ঘটনার পরপরই ঘটনাস্থলে জড়ো হয় যান স্থানীয় মানুষজন। তারাই যাত্রীদের উদ্ধার করে লক্ষ্মণগড় ও শিকারের হাসপাতালে পাঠান।


অন্যদিকে, মঙ্গলবার আরও একটি বাস দুর্ঘটনায় বালোট্রা জেলায় ৩ জনের মৃত্যু হয়। এক্ষেত্রে একটি মিনিবাস সোজা এসে ধাক্কা মারে একটি দাঁড়িয়ে থাকা বাসে। যাত্রীদের দাবি মিনিবাসের চালক মোবাইলে ব্যাস্ত ছিলেন। তাতেই এই দুর্ঘটনা।



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)