Gujarat Schools: প্রধানমন্ত্রীর রাজ্যের ১৬০০ স্কুলের প্রতিটিতে একজন মাত্র শিক্ষক, হাটে হাঁড়ি ভাঙলেন শিক্ষামন্ত্রী
Gujarat Schools: রাজ্যের স্কুলগুলির অবস্থা যে ভালো নয় ২০২২ সালেই স্বীকার করেছিল রাজ্য সরকার। সেবার সরকার জানিয়েছিল রাজ্যের ৭০০ স্কুলে রয়েছেন একজন মাত্র শিক্ষক
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দেশের শিক্ষা ব্যবস্থায় বদল আনতে বহু পদক্ষেপ নিয়েছে কেন্দ্র। তার মধ্য়েই বেরিয়ে পড়ল নরেন্দ্র মোদীর নিজের রাজ্যের প্রাথমিক শিক্ষার হাল। রাজ্যের বাজেট অধিবেশনে রাজ্যের খোদ শিক্ষামন্ত্রী কুবের দিনদর জানিয়েছেন রাজ্যের ১৬০০ প্রাইমারি স্কুলে রয়েছে একজন মাত্র শিক্ষক। এভাবেই চলছে রাজ্যের ওইসব স্কুল।
আরও পড়ুন-লোকসভায় আর দাঁড়াচ্ছেন না সোনিয়া! রায়বেরিলিতে কে?
গুজরাট বিধানসভার বাজেট অধিবেশনে কংগ্রেস বিধায়ক তুষার চৌধুরী রাজ্যের প্রাথমিক শিক্ষা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি প্রশ্ন করেন রাজ্যের প্রাইমারি স্কুলগুলিতে শিক্ষকের হার কীরকম? ওই প্রশ্নের উত্তর দিতে গিয়ে শিক্ষমন্ত্রী বলেন, ২০২৩ সালের ৩১ ডিসেম্বরের পরিসংখ্যান অনুযায়ী রাজ্যে এমন ১৬০০ প্রাথমিক স্কুল রয়েছে যেখানে পঠনপাঠনের হাল অত্যন্ত খারাপ। ওইসব স্কুলগুলিতে রয়েছে একজন করে শিক্ষক।
রাজ্যের শিক্ষা ব্যবস্থার কথা বলতে গিয়ে দিনদর আরও বলেন, রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে ১৯,৭০০ পদ খালি রয়েছে। যেসব জেলার স্কুলগুলিতে একজন মাত্র শিক্ষক রয়েছেন সেইসব জেলাগুলির মধ্যে রয়েছে ছোটা উদয়পুর, দেবভূমি দ্বারকা, ভারুচ।
উল্লেখ্য, রাজ্যের স্কুলগুলির অবস্থা যে ভালো নয় ২০২২ সালেই স্বীকার করেছিল রাজ্য সরকার। সেবার সরকার জানিয়েছিল রাজ্যের ৭০০ স্কুলে রয়েছেন একজন মাত্র শিক্ষক। অর্থাত্ পরের ২ বছরে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। দিনদর জানিয়েছেন রাজ্যের সরকারি প্রাথমিক স্কুলগুলিতে পড়ুয়াদের ভর্তির সংখ্যা কমছে। ফলে পড়ুয়া অনুযায়ী যে শিক্ষক নিয়োগের পদ্ধতি সরকার নিয়ে থাকে তাতেও শিক্ষকের সংখ্যা কমছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp)