নিজস্ব প্রতিবেদন: রাজধানী এক্সপ্রেসের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়লেন কমপক্ষে ২০ জন যাত্রী। ঘটনাটি ঘটেছে দিল্লি-ভুবেনেশ্বর রাজধানী এক্সপ্রেসে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রেলের তরফে জানানো হয়, খবর পাওয়া মাত্রই গোমহ স্টেশনে পৌঁছন চিকিত্সকরা। অসুস্থ যাত্রীদের প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়। তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। মেডিক্যাল সাপোর্ট পেতে  বোকারো স্টেশনেও বেশ কিছুক্ষণ থামে ট্রেন।



রেল জানিয়েছে, খাবারের মান নিরীক্ষণের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে প্যান্ট্রি কার। নিম্নমানের খাবার দেওয়া হয়েছে বলে যাত্রীরা অভিযোগ করেন। রেল কর্তৃপক্ষের তরফে আশ্বাস দেওয়া হয়, খতিয়ে দেখা হচ্ছে যাত্রীদের অভিযোগ। গাফিলতির প্রমাণ মিললে উপযুক্ত পদক্ষেপ করা হবে। উল্লেখ্য, নিম্নমানের খাবার অভিযোগ বরাবরই উঠেছে রাজধানী এক্সপ্রেসে। এমনকি খাবারে আরশোলা বা পোকা পাওয়াটাও নজিরবিহীন নয়। এ দিনের ঘটনায় ফের আঙুল দিয়ে দেখিয়ে দিল রাজধানী আছে রাজধানীতেই।