নিজস্ব প্রতিবেদন: করোনা আবহে দীপাবলির আগে বড় খবর। কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের বোনাস দেবে মোদী সরকার। এতে উপকৃত হবেন কমপক্ষে ৩০ লাখ কর্মী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বুধবার কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভরেকর জানান, কেন্দ্র সরকারের ৩০ লাখ কর্মচারীদের বোনাস দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এতে সরকারের খরচ হবে ৩,৭৩৭ কোটি টাকা। বিজয়া দশমীর আগেই ওই বোনাস দিয়ে দেওয়া হবে।


আরও পড়ুন-পেছন থেকে ধাক্কা; নিয়ন্ত্রণ হারিয়ে ৬০ ফুট গভীর খাদে গিয়ে পড়ল যাত্রীবাহী বাস, নিহত ৫



দশেরার আগে প্রতিবছরই বোনাস দেওয়ার কথা ঘোষণা করে কেন্দ্র। এবার করোনার প্রকোপে বেহাল দেশের অর্থনীতি। এরকম অবস্থায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অনেকেই হয়তো বোনাসের আশা করেননি। কিন্তু শেষপর্যন্ত তাঁদের বিমুখ করল না সরকার।


ওই বোনাস প্রাপকদের তালিকায় রয়েছেন ১৭ লাখ নন গেজেটেড কর্মী। এদের মধ্যে রয়েছে রেল, পোস্ট অফিস, ইপিএফও, ইএসআইসি কর্মীরা। এছাড়াও বোনাস পাবেন আরও ১৩ লাখ নন-প্রোডাক্টিবিটি লিঙ্কড কর্মীও।


আরও পড়ুন-মণ্ডপে 'No Entry' বহাল, ঢাকিদের ঢুকতে দেওয়া হবে কি মণ্ডপে?


এদিন বোনাসের কথা ঘোষণা করে জাভরেকর বলেন, মধ্যবিত্তের হাতে উত্সবের সময়ে যদি টাকা থাকে তাহলে বাজারে চাহিদা বাড়বে।