নিজস্ব প্রতিবেদন: নিয়ন্ত্রণরেখায় বিভিন্ন পোস্ট থেকে জঙ্গিদের ভারতে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে পাক সেনা। পাক সীমানার কাচারবন পোস্টে বর্তমানে অপেক্ষা করছে কমপক্ষে ৫০ জঙ্গি। জম্মু ও কাশ্মীরের গ্রেফতার ২ পাক জঙ্গিকে জেরা করে এমনই চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন গোয়েন্দারা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-নভি মুম্বইয়ের ওএনজিসি প্ল্যান্টে ভয়াবহ আগুন! মৃত ৪, আশঙ্কাজনক ৩


সম্প্রতি গুলমার্গ থেকে গ্রেফতার করা হয় খলিল আহমেদ ও নাজিম খোকার। জেরায় তারা জানিয়েছে কাচারবন লঞ্চপ্যাড দিয়ে কাশ্মীরে ঢুকেছে তারা। ওই লঞ্চপ্যাডটি সেখানকার পাক সেনা ক্যাম্পের কাছেই। জঙ্গিরা জানিয়েছে, কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের পর সেখানে জঙ্গি ঢুকিয়ে গোলমাল পাকাতে মরিয়া হয়ে উঠেছে পাক সেনা।



সেনা সূত্রে জি মিডিয়ার খবর, নিয়ন্ত্রণরেখায় জোহিল, বার্গি, নিউ বালতাল পোস্ট দিয়ে কাশ্মীরে জঙ্গি ঢোকানোর চেষ্টা করছে পাক সেনা। কাচারবন পোস্টে ওই ৫০ জঙ্গিকে কাশ্মীরে ঢুকিয়ে দেওয়ার সুযোগ খুঁজছে পাক সেনা।


আরও পড়ুন-চায়ের আড্ডায় মুকুলই করলেন মানভঞ্জন, বিজেপি ছাড়ছেন না বৈশাখী-শোভন


জেরায় ওই দুই পাক জঙ্গি আরও জানিয়েছে পাক অধিকৃত কাশ্মীরে লস্করের ক্যাম্পে জঙ্গি সংখ্যা বাড়ছে। রীতিমত অস্ত্র প্রশিক্ষণ শুরু হয়েছে সেখানে। ইতিমধ্যেই ৭ লস্কর জঙ্গি কাশ্মীরে ঢুকে পড়েছে। ওই দলেরই সদস্য তারা। এছাড়াও ওই দলে রয়েছে আরও ৩ আফগান জঙ্গি।