নিজস্ব প্রতিবেদন: সোশ্যাল মিডিয়ায় ছড়াল প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর মৃত্যুর গুজব। শুক্রবার সকাল থেকে এই খবর ছড়িয়ে পড়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। হোয়াটসঅ্যাপ, ফেসবুক দেখে সঙ্গে সঙ্গে টিভি খুলে বসে পড়েন অনেকেই। বেশ কিছুক্ষণ পর জানা যায় খবরটি ভুয়ো।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কীভাবে বাজপেয়ীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ল, তা স্পষ্ট নয়। হোয়াটসঅ্যাপেই ঘোরাফেরা করছে এই খবর। বেশ কিছুদিন ধরে জরায় আক্রান্ত অটল বিহারী বাজপেয়ী । স্মৃতি হারানোয় পরিজনদেরও চিনতে পারেন না। হুইলচেয়ারেই দিন কাটে তাঁর।       


এটাই প্রথমবার নয়। ২০১৫ সালে ওডিশার বালেশ্বরে বাজপেয়ীর মৃত্যুর গুজবে বিশ্বাস করে স্কুল ছুটির নির্দেশ দিয়েছিলেন প্রধান শিক্ষক। পরে তাঁকে সাসপেন্ড করা হয়েছিল। 


আরও পড়ুন- ৩১ মার্চের এই দুটি কাজ করতেই হবে এসবিআই গ্রাহকদের