মাথায় হাতুড়ির ১১ ঘা! ডাকাত ধরতে দুঃসাহসিকতার পরিচয় রক্তাক্ত নিরাপত্তারক্ষীর
সংবাদ সংস্থা : মাথায় একের পর এক হাতুড়ির বাড়ি। যন্ত্রণায় লুটিয়ে পড়েছেন। মাথা ফেটে রক্ত পড়ছে। কিন্তু সেই অবস্থাতেও আপ্রাণ চেষ্টা চলছে ডাকাতকে ধরার। সিসিটিভিতে ধরা পড়েছে গোয়ার পানাজিতে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রের একটি এটিএমের ভিতরে নিরাপত্তরক্ষীর এই দুঃসাহসিকতার ছবি।
সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, এটিএম কাউন্টার থেকে দৌড়ে পালানোর চেষ্টা করছে এক ডাকাত। সেইসময় পিছন থেকে এসে তাকে ধরে ফেলেন ওই এটিএমের নিরাপত্তারক্ষী। এরপরই শুরু হয় মার। ডাকাতের হাতুড়ির বাড়িতে মাথা ফেটে যায় ওই নিরাপত্তারক্ষীর। মাটিতে পড়ে যান তিনি। কিন্তু সেই অবস্থাতেও ডাকাতকে পা দিয়ে আটকানোর চেষ্টা করতে থাকেন ওই নিরাপত্তারক্ষী। কম করে ১০ থেকে ১১ বার তাঁর মাথায় হাতুড়ির বাড়ি মারে ডাকাত।
এখানেই শেষ নয়.... এরপর ডাকাত কোনওমতে কাউন্টারের দরজা খুলে বাইরে বেরিয়ে গেলে, রক্তাক্ত অবস্থাতেই ফের তাকে ধাওয়া করেন ওই নিরাপত্তারক্ষী। সিসিটিভি ফুটেজ দেখে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিস। তবে মুখে কালো মুখোশ পরা থাকায়, ফুটেজ দেখে শনাক্ত করা যায়নি ডাকাতকে।
আরও পড়ুন, পথ দুর্ঘটনার হার কমাতে ২০১৯ থেকে প্রতি গাড়িতে এয়ারব্যাগ, স্পিড অ্যালার্ট