নিজস্ব প্রতিবেদন: খুব বেশি দিন নয়, আগামী ৩-৪ বছরের মধ্যেই দেশজুড়ে এটিএম, ডেবিট কার্ড ক্রেডিট কার্ড অপ্রয়োজনীয় হয়ে ‌যাবে। এমনটাই মনে করছেন নীতি আয়োগের সিইও অমিতাভ কান্ত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রশ্ন হল তখন মানুষ টাকা পয়সার লেনদেন করবেন কীভাবে? অমিতাভ কান্ত মনে করেন, তখন মানুষ মোবাইল ফোনের মাধ্যমেই লেনদেন করবেন। ফোনই দেশের আর্থিক লেনদের একমাত্র মাধ্যম হয়ে দাঁড়াবে।


ভারতের ৭২ শতাংশ নাগরিকের বয়স ৩২ বছরের নীচে। এরাই ডিজিটাল লেনদেনের প্রতি আকৃষ্ট হবে বলে মনে করছে সরকার। শনিবার নয়ডার অ্যামিটি ইউনিভার্সিটির এক অনুষ্ঠানে কান্ত বলেন, দেশের এক বিরাট অংশের মানুষের হাতে এখন মোবাইল ফোন। ফলে ভবিষ্যতে ফোন ব্যবহার করেই হবে লেনদেন। সেই প্রবণতা এখনই লক্ষ্য করা ‌যাচ্ছে।


আরও পড়ুন-'বিশ্ব বাংলা' বিতর্কে ফের পাল্টা দিলেন মুকুল রায়