ওয়েব ডেস্ক: এবার মহারাষ্ট্রের অটোচালকদের সরাসরি হুমকি দিলেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনার মুখ্য রাজ ঠাকরে। নিজের দলের দশম বছর পূর্তি ছিল। সেখানে বক্তব্য রাখছিলেন রাজ ঠাকরে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সেখানেই তিনি বলেন, মহারাষ্ট্রে নতুন যে অটোগুলির পারমিট দেওয়া হয়েছে, তার ৭০ শতাংশই অমারাঠিদের দেওয়া হয়েছে! এটা কিছুতেই মেনে নিতে পারছেন না রাজ। সেইজন্য তিনি বলেছেন, 'মুম্বইয়ের রাস্তায় এবার যে নতুন অটোগুলো চলবে, তাঁদেরকে রাস্তায় দাঁড় করিয়ে জিজ্ঞাসা করা হবে, তিনি কি অমারাঠি? যদি তাই হয়, তাহলে সেই অটোচালককে অটোর বাইরে বেরিয়ে আসতে বলা হবে। আর তারপর সেই অটোতে আগুন ধরিয়ে দেওয়া হবে!'


রাজের এমন বক্তব্যের পর নড়েচড়ে বসেছে প্রশাসন। মুম্বইয়ের অটোচালকদের মধ্যেও তৈরি হয়েছে উদ্বেগ।