ওয়েব ডেস্ক : বিমানে অভব্য আচরণ করলে কড়া শাস্তির সুপারিশ করল অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। এক্ষেত্রে শাস্তি হিসেবে তিন মাস থেকে সারাজীবন বিমান চড়ায় নিষেধাজ্ঞা জারি হয়ে ‌যেতে পারে। শুক্রবার এরকমই ঘোষণা করল মন্ত্রক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের সুপারিশ অনু‌যায়ী বিমানে অভব্য আচরণের জন্য তিনটি ধাপে শাস্তির কথা বলা হয়েছে। কোনও ‌যাত্রীর বিরুদ্ধে ‌যদি কটূকথা বলার অভি‌যোগ ওঠে ও তা প্রমাণ হয় তা হলে তাঁকে ৩ মাসের জন্য বিমানে উঠতে দেওয়া হবে না।


কোনও ‌যাত্রীর বিরুদ্ধে শারীরিক হেনস্থার অভি‌যোগ উঠলে তাঁকে ৬ মাসের জন্য বিমানে চড়তে দেওয়া হবে না।


অন্যদিকে, কোনও ‌যাত্রী কাউকে খুনের হুমকি দিলে তাঁকে ২ বছর বা অনির্দিষ্ট কালের জন্য বিমানে উঠতে দেওয়া হবে না।


সম্প্রতি, বিমান‌যাত্রীদের কিছু অনভিপ্রেত আচরণ নজরে এসেছে। এবছর শিবসেনা সাংসদ রবীন্দ্র গায়কোয়াডের বিরুদ্ধে এক বিমানকর্মীকে মারধরের অভি‌যোগ উঠেছিল। ওই ধরনের ঘটনা কম করতেই অভব্য বিমান ‌যাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা নিতে চলেছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক।


আরও পড়ুন-গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ডে মাওবাদী ‌যোগের ইঙ্গিত কেন্দ্রীয় মন্ত্রীর