নিজস্ব প্রতিবেদন: বুধবারই শেষ হচ্ছে অযোধ্যা মামলার শুনানি। এনিয়ে আজ সুপ্রিম কোর্টে চরম নাটকীয় হয়ে উঠল সওয়াল-জবাব পর্ব।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-খুলছে স্কুল, কলেজ! আলিপুর-টালার যানজট সামলাতে পুলিসকে কড়া নির্দেশ কমিশনারের


এদিন আদালতে কিছু নথি পেশ করেন অল ইন্ডিয়া হিন্দু মহাসভার আইনজীবী বিকাশ সিং। ওই নথির মধ্যে ছিল একটি বই। বইটির লেখক কিশোর কুণাল। এরপরই তীব্র আপত্তি করে মুসলিম পক্ষের আইনজীবী রাজীব ধাওয়ান। হিন্দু মহাসভার পেশ করা ওই বই, কিছু নথি ও ম্যাপ ছিঁড়ে ফেলেন ধাওয়ান।




আদালতে ধাওয়ান সওয়াল করেন, হিন্দু মহাসভার ওই নথি ও বইটিকে সাক্ষ্য হিসেবে গণ্য করা যাবে না। কারণ বইটি লেখা হয়েছে অতিসম্প্রতি। শুধু তাই নয় সুপ্রিম কোর্টের রেকর্ড থেকেও এইসব নথির কথা বাদ দেওয়া হোক। এরপরই ওইসব নথি ছিঁড়ে ফেলা হয়।



আরও পড়ুন-সেনা-জঙ্গির গুলির লড়াইয়ে উত্তপ্ত জম্মু-কাশ্মীরের অনন্তনাগ


ওই ঘটনার পর হিন্দু মহাসভার আইনজীবীকে ফের নথি পেশ করতে বলেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। আপনারা আদালতের সময় নষ্ট করছেন। ওইসব নথি পড়ে দেখে নিতে পারেন বিচারপতিরা। এরকম চললে এজলাস ছেড়ে চলে যেতে পারেন বিচারপতিরা।