নিজস্ব প্রতিবেদন: বুধবার শেষ হয়েছে অযোধ্যা মামলার শুনানি। ওই মামলার রায় দেওয়া হতে পারে নভেম্বরের মাঝামাঝি। এরকম এক অবস্থায় বিদেশ সফর বাতিল করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী রায়দান নিয়ে আলোচনার জন্যই ওই সিদ্ধান্ত নিয়েছেন প্রধান বিচারপতি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-কবজির যন্ত্রণায় কাতরাচ্ছেন! অস্ত্রোপচার নয়, পিন ফুটিয়েই কবজির ব্যাথা সারাচ্ছেন এসএসকেএম-এর চিকিত্সকর...


উল্লেখ্য, আগামী ১৮ অক্টোবর দুবাই যাওয়ার কথা ছিল প্রধান বিচারপতির। সেখান থেকে তাঁর কায়রো, ব্রাজিল ও নিউ ইয়র্কে একাধিক অনুষ্ঠানে যাওয়ার কথা। দেশে ফেরার কথা ছিল ৩১ অক্টোবর। তবে সর্বশেষ খবর, ওই সফর বাতিল করতে চলেছেন প্রধান বিচারপতি।


বাবরি মসজিদ-রাম জন্মভূমি মামলায় পাঁচ সদস্যের বেঞ্চের নেতৃত্ব রয়েছেন প্রধান বিচারপতি। বেঞ্চের অন্যান্য বিচারপতিরা হলেন, বিচারপতি শারদ অরবিন্দ বোবডে, বিচারপতি অশোক ভূষণ, বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি এস আবদুল নাজির।



আরও পড়ুন-সৌদির মক্কা যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত ৩৫, আহত ৪


টানা ৪০ দিনের শুনানির পর বুধবার ওই মামলার রায়দান স্থগিত রাখে বেঞ্চ। সূত্রের খবর ওই রায় সম্ভবত ঘোষণা হতে পারে ৪-১৫ নভেম্বরের মধ্যে যেকোনও এক দিন।