নিজস্ব প্রতিবেদন: অযোধ্যা মামলার রায় পর্যালোচনার আর্জির শুনানি করতে চলেছে সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার প্রধান বিচারপতি এসএ বোবডের নেতৃত্বাধীন ৫ সদস্যের বেঞ্চে শুনানি। অযোধ্যা মামলার রায়ের পর্যালোচনা চেয়ে জমা পড়েছে ১০টি আবেদন। সেগুলি একত্রিত করে শুনানি হবে। সাধারণ প্রক্রিয়া মেনে কোর্টরুমে মামলার শুনানি হবে না। বরং শুনানি চলবে চেম্বারে। মামলার পুনর্বিবেচনার আর্জি আদৌ গ্রহণ করা হবে কিনা, সেই সিদ্ধান্ত নেবেন বিচারপতিরা। আবেদনকারীদের মধ্যে রয়েছে নির্মোহী আখড়া ও অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড। রয়েছে কমপক্ষে ৪০ জন মানবাধিকার কর্মীর আর্জিও।  যদিও তাঁরা মূল মামলার পক্ষ নন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গত ৯ নভেম্বর অযোধ্যার বিতর্কিত ২.৭৭ একর জমিতে রাম মন্দির নির্মাণের রায় দেয় সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ। একইসঙ্গে আদালত কেন্দ্রকে নির্দেশ দেয়, অযোধ্যায় মসজিদ নির্মাণের জন্য ৫ একর জায়গার বন্দোবস্ত করে দিতে হবে সুন্নি ওয়াকফ বোর্ডকে। ১০৪৫ পাতার রায়ে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ বিভাগের রিপোর্টের উল্লেখ রয়েছে। ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ বিভাগ বা Archaeological Survey of India (ASI) জানিয়েছে, বাবরি মসজিদের তলায় মিলেছে ঐতিহাসিক কাঠামো। কেন্দ্রীয় সরকারকে ট্রাস্ট গঠন করে রাম মন্দির নির্মাণের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।




হিন্দু ও মুসলিম দু'পক্ষের সংগঠনই মামলার রায় পুনর্বিবেচনার আবেদন করেছে শীর্ষ আদালতে। হিন্দু মহাসভার দাবি, অযোধ্যার বাইরে মুসলিমদের ৫ একর জমি দেওয়ার ব্যবস্থা করার ব্যাপারে ভাবনাচিন্তা করুক সুপ্রিম কোর্ট। তাদের ভূমিকা ঠিক কী? সেটা আদালতের কাছে জানতে চায় নির্মোহী আখড়া। মুসলিম পক্ষের দাবি, অযোধ্যায় বেআইনিভাবে ভাঙা হয়েছে বাবরি মসজিদ। সেই জমিতে মন্দির নির্মাণের রায় সম্পূর্ণ অবৈধ। 


আরও পড়ুন- গোধরা পরবর্তী হিংসায় গুজরাটের তত্কালীন মোদী সরকারকে ‘ক্লিনচিট’ দিল নানাবতী-মেহতা কমিশন