আয়ুর্বেদ চিকিত্সকদের শল্য চিকিত্সার অনুমতি, শুক্রবার ধর্মঘটের ডাক IMA-র
আয়ুর্বেদকে আগেই মিক্সোপ্যাথি বলে কটাক্ষ করেছে আইএমএ
নিজস্ব প্রতিবেদন: দেশের আয়ুর্বেদ চিকিত্সকদের শল্য চিকিত্সার অনুমতি দিয়েছে কেন্দ্র। এনিয়ে দেশজুড়ে প্রতিবাদে সরব হয়েছিলেন MBBS চিকিত্সকরা। এবার আরও কড়া পদক্ষেপ নিলেন তাঁরা।
আরও পড়ুন- নাড্ডার কনভয়ে হামলা, রাজ্যজুড়ে অবরোধ বিক্ষোেভে সামিল বিজেপি
আয়ুর্বেদ চিকিত্সকদের শল্য চিকিত্সার অনুমতি দেওয়ার প্রতিবাদে আগামিকাল শুক্রবার দেশজুড়ে ধর্মঘটের ডাক দিল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন(IMA)। দেশের ১০,০০০ জায়গায় শুক্রবার কর্মবরতি পালন করবেন MBBS চিকিত্সকরা। এদিন, অত্যাবশ্যকীয় পরিষেবা ও করোনা চিকিত্সা ছাড়া অন্যান্য পরিষেবা বন্ধ থাকবে সকাল ৬টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত।
আয়ুর্বেদকে আগেই মিক্সোপ্যাথি বলে কটাক্ষ করেছে আইএমএ। গত ৮ ডিসেম্বর সরকারের ওই সিদ্ধান্তের প্রতিবাদে দেশ জুড়ে বিক্ষোভ দেখান চিকিত্সকরা। পাশাপাশি এদিন কোভিড রোগী ছাড়া অন্যান্যদের চিকিত্সা বন্ধ করে দেওয়ারও হুমকি দেন।
আরও পড়ুন-'নাড্ডার কনভয়ে হামলা হয়নি, পরিস্থিতি শান্তিপূর্ণ' টুইটে জানাল রাজ্য পুলিস
উল্লেখ্য, গত ২০ নভেম্বর একটি বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্র। সেখানে বলা হয়, আয়ুর্বেদে পোস্ট গ্রাজুয়েট প্রশিক্ষিত চিকিত্সকরা মোট ৫৮ ধরনের শল্য চিকিত্সা করতে পারবেন। ওইসব শল্য চিকিত্সার মধ্যে রয়েছে চোখ, নাক, কান, দাঁত ও গলাও।