‘বিধানসভা নির্বাচনে ব্যাপক অনিয়ম হয়েছে’, নির্বাচন কমিশনারকে চিঠি ইয়েদুরাপ্পার
ইয়েদির দাবি, ‘এই প্রথম বিধানসভা নির্বাচনে অনিয়মের অভিযোগ করছে না বিজেপি। নির্বাচনের আগেই একাধিক অনিয়ম নিয়ে অভিযোগ করেছিল বিজেপি
নিজস্ব প্রতিবেদন: কর্ণাটকে সরকার গঠন করতে গিয়ে জোর ধাক্কা খেলেও লড়াইয়ের ময়দান ছাড়ছেন না বি এস ইয়েদুরাপ্পা। কর্ণাটকে বিধানসভা নির্বাচনে বড়সড় অনিয়ম হয়েছে বলে অভিযোগ করলেন রাজ্য বিজেপি প্রধান। শুধু তাই নয়, এনিয়ে তিনি চিঠিও লিখলেন রাজ্য নির্বাচন কমিশনে।
বুধবার কর্ণাটকে শপথ নিচ্ছে কংগ্রেস-জেডিএস জোট সরকার। তার আগেই ইয়েদির দাবি, ‘এই প্রথম বিধানসভা নির্বাচনে অনিয়মের অভিযোগ করছে না বিজেপি। নির্বাচনের আগেই একাধিক অনিয়ম নিয়ে অভিযোগ করেছিল বিজেপি। কোনও কাজই হয়নি।’
অারও পড়ুন-মেয়াদ শেষ সুরজিতের, রাজ্য পুলিসের নতুন ডিজি বীরেন্দ্র
কী অনিয়মের দাবি করলেন ইয়েদুরাপ্পা? কর্ণাটক বিজেপি প্রধানের দাবি, বিজাপুরে মানাগুড়ি গ্রাম থেকে ৮টি ভোটার ভেরিফায়েড পেপার অডিট ট্রেইল মেশিন পাওয়া গিয়েছে। নির্বাচন কমিশনকে ইয়েদি লিখেছেন, ‘আমি নিশ্চিত গোটা বিষয়টি নির্বাচন কমিশন গুরুত্ব দিয়ে বিচার করে দেখছে। এর থেকেই প্রমাণ হয় কর্ণাটক বিধানসভা নির্বাচনে বড়সড় জালিয়াতি হয়েছে।’
এখানেই থেমে থাকেননি ইয়েদুরাপ্পা। তিনি আরও দাবি করেছেন, ‘বিদার ও কালবুর্গি জেলার একাধিক জায়গায় পুলিস নিজেই ভোটারদের টাকা ও মদ বিলিতে সাহায্য করেছে। মানাগুড়িতে পরিত্যক্ত জায়গায় ফাঁকা ভিভিপ্যাট মেশিন মেলার অর্থ অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করাতে পারেনি কমিশন।’
আরও পড়ুন-কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী পদে জি পরমেশ্বর
এদিকে, রাজ্য নির্বাচন কমিশন বলছে ভিন্ন কথা। কমিশনের তরফে সিইও সঞ্জীব কুমার জানিয়েছেন, মালগুড়ি গ্রাম থেকে ভিভিপ্যাট মেশিনের ফাঁকা বাক্স পাওয়া গিয়েছে। কোনও মেশিন পাওয়া যায়নি।