নিজস্ব প্রতিবেদন: আর কিছুক্ষণের মধ্যেই বাবরির মসজিদ রায়। ইতিমধ্যেই আদালতে পৌঁছে গিয়েছেন বিচারপতি সুরেন্দ্রকুমার যাদব। জানা গিয়েছে, আজ সকাল ১১টা নাগাদ জানানো হতে পারে রায়। ২৮ বছরের বিতর্ক। লখনউ সিবিআই কোর্টে আজ বাবরি মামলার রায়। অভিযুক্ত আডবাণী, মুরলি, ঊমা-সহ ৩২ জন। সঙ্গে লাখো অজ্ঞাত-পরিচয় করসেবক। সবমিলিয়ে আজ আদালতের নির্দেশের দিকেই তাকিয়ে গোটা দেশ। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  ২৮ বছর পর আজ বাবরি ধ্বংসের রায়, জেনে নিন মামলার ক্রোনোলজি


বুধবরা বাবরিকাণ্ডের বিচারে হাই অ্যালার্ট জারি করা হয়েছে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা। সাদা পোশাকের পুলিসে ছয়লাপ অযোধ্যা। কোর্ট    চত্বর পরিদর্শন করছেন সিপি। হেড কোয়ার্টার থেকে আরও ২৫ জেলায় নজরদারি চালানো হচ্ছে। অশান্তির আশঙ্কায় আগেভাগেই  RAF। 


আজ অভিযুক্তদের হাজিরায় কড়া লখনউ কোর্ট। খবর অনুযায়ী বার্ধক্যজনিত কারণে  আডবানি, মুরলী মনোহরকে ছাড় দেওয়া হয়েছে। কোভিডের কোপে বাদ উমা, কল্যাণও। তবে আজ এজলাসে থাকতেই হবে বাকিদের। ইতিমধ্যেই এছাড় পাওয়া ৬ জন বাদে বাকি ২৬ জন অভিযুক্তই পৌঁছে গিয়েছেন আদালত কক্ষে। আদালতে পৌঁছে গিয়েছে সাধ্বী ঋতাম্বরা, সাক্ষী মহারাজ।