নিজস্ব প্রতিবেদন: রাজনীতি ছাড়ছেন। তবে নাড্ডা ও শাহের অনুরোধে সাংসদ পদ থেকে ইস্তফা দিচ্ছেন না। বিজেপির সর্বভারতীয় সভাপতির সঙ্গে বৈঠকের পর একথা জানিয়ে দিলেন বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। তিনি বলেন,'রাজনীতিক বাবুলকে আর দেখবেন না। আসানসোলের সাংসদ হিসেবে থেকে যাব। আসানসোলবাসীর প্রতি দায়িত্ব পালন করব।'       


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বাবুল (Babul Supriyo) বলেন,'রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত আগেই নিয়েছি। তা থেকে সরে আসছি না। কোনও রাজনৈতিক কর্মসূচিতে আপনারা আমাকে দেখবেন না। সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার কথা বলেছিলাম। ওই সিদ্ধান্ত বদলের জন্য আমায় বলেছেন নাড্ডাজি ও অমিতজি। সাংসদ হিসেবে থাকব। আসানসোলে যাব। সেখানে সাংসদ তহবিলের অর্থ যাতে ঠিকঠাক খরচ হয় সেটা দেখব। উপনির্বাচন করতে গেলে বিশাল খরচ। ৩-৪ দিন ধরে ভেবেছি। আসানসোল থেকে যে বার্তা পেয়েছি, তাতে বুঝেছি আমার ছেড়ে দেওয়াটা চাইছেন না সেখানকার মানুষ।' সরকারি বাংলো ও কেন্দ্রীয় নিরাপত্তা ছেড়ে দেওয়ার সিদ্ধান্তে অনড় থাকছেন বাবুল। তিনি জানান,'দিল্লির বাংলো ও সিআরপিএফ ছেড়ে দেব। আমার বিকল্প আয় নেই। তাই সাংসদ হিসেবে বেতন নেব।'  


 



অন্য দলে যোগ দিচ্ছেন না বলেও এ দিন স্পষ্ট করে দেন বাবুল (Babul Supriyo)। তিনি বলেন,'কোনও দলে যোগ দেব না। রাজনীতি ছাড়ছি। রাজনৈতিক কর্মসূচিতেও থাকব না।' একইসঙ্গে রাজ্য নেতৃত্বের সঙ্গে তাঁর সংঘাতও গোপন করেননি আসানসোলের সাংসদ। তাঁর কথায়,'কোনও মন্তব্য করলে দলের ভাবমূর্তি খারাপ হয়। আমার গানে ফিরে যাওয়ার রাস্তা আছে। এক্ষেত্রে একজনকে সরে যেতে হয়। ইংরেজিতে যেটা বেড়ালের গলায় ঘণ্টা বাঁধা বলে... আমি এটা বলব না। দলের স্বার্থে যেটা হওয়া উচিত রাজনীতির বাইরে থেকে কখনও মনে করলে বলব। কোনও রাজনৈতিক ব্যাপারে থাকব না।'


আরও পড়ুন- Abhishek-র গাড়িতে লাঠির আঘাত নিন্দনীয়, BJP-র সংস্কৃতি নয়: Samik


 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)