নিজস্ব প্রতিবেদন: বালাকোটে যে বিমান হানা হয়েছে তা স্বীকার করে নিয়েছে জইশ প্রধান মাসুদ আজহারের ভাই মওলানা আম্মার। এরপরও বায়ুসেনার বিমান হানা নিয়ে প্রশ্ন তুলে দিলেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-কেদার-মাহির জুটিতে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারাল টিম ইন্ডিয়া        


শনিবার ইন্দোরে দিগ্বিজয় সিং বলেন, ‘পাকিস্তানে জঙ্গিদের ডেরায় বিমানহানা নিয়ে কোনও প্রশ্ন আমি তুলছি না। কিন্তু এখন প্রযুক্তির যুগ। কোনও কিছু এখন লুকিয়ে রাখা যায় না। খোলা জায়গায় কোনও বিমান হানা হলে তার উপগ্রহ চিত্র পাওয়া যাবে। তাই আমাদের উচিত প্রমাণ দেওয়া। ওসামা বিন লাদেনকে হত্যা করার পর মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে দুনিয়ার সামনে তার প্রমাণ দিয়েছিল সেভাবেই ভারতের বিমান হানার প্রমাণ দেওয়া উচিত।’



বায়ুসেনা পাইলট অভিনন্দন বর্তমানকে মুক্তি দেওয়ার জন্য এদিন পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে ধন্যবাদ দেন দিগ্বিজয় সিং। তিনি বলেন, ‘পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ধন্যবাদ জানাচ্ছি। কারণ তিনি একজন ভালো প্রতিবেশীর পরিচয় দিয়েছেন। ভারতের বায়ুসেনা পাইলটকে ফেরত পাঠিয়েছেন। এবার তাঁর উচিত হাফিজ সইদ ও মাসুদ আজহারকে ভারেতর হাতে তুলে দেওয়া।’


আরও পড়ুন-কাশ্মীর নিয়ে ইসলামিক রাষ্ট্রের সম্মেলনে গৃহীত প্রস্তাবে কড়া প্রতিক্রিয়া জান


মুম্বই হামলার পর বায়ুসেনা পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক করতে চেয়েছিল। কিন্তু তাতে বাধা দেয় ইউপিএ সরকার। প্রধানমন্ত্রীর এমন দাবি উড়িয়ে দেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘বেশি কিছু বলব না। নরেন্দ্র মোদীর মতো এতবড় মিথ্যেবাদী আগে কখনও দেখিনি।’