নিজস্ব প্রতিবেদন: ১৪ ফেব্রুয়ারি ২০১৮। পুলওয়ামায় সেনা কনভয়ে হামলা চালায় জঙ্গিরা। শহীদ হন ৪০ জওয়ানের। অকস্মাত্ ভয়াবহ এ হেন নাশকতায় বাকরুদ্ধ হয়ে যায় দেশবাসী। যে জওয়ানরা দেশের জন্য নিজের প্রাণটুকু দিতে ভ্রুক্ষেপ করেন না, তাঁদের পিছন থেকে এভাবে হত্যা! পাল্টা জবাবের জন্য ফুঁসছিল গোটা দেশ। জবাব ঠিকই দিয়েছিল ভারত তবে অত্যন্ত শীতল মস্তিষ্কে, চতুরতার সঙ্গে। পুলওয়ামা ঘটনা পর মাস ফুরোয়নি। মাত্র ১২ দিনের মাথায় বালাকোটে ঢুকে জইশের ঘাঁটি গুঁড়িয়ে দেয় বায়ু সেনা। দিকভ্রান্ত পাকিস্তান পরের দিন যখন ভারতের সেনা ঘাঁটিতে পাল্টা হামলা চালায়, বায়ুসেনার মুখতোড় জবাবে পালাতে বাধ্য হয় পাক বায়ুসেনার এফ১৬। আজ সেই বায়ুসেনার ৮৭তম জন্মদিন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


এই দিনটিকে জাঁকজমকভাবে পালন করছে বায়ুসেনা। প্রতি বছরের মতো এবারের বায়ুসেনার ভাণ্ডারে থাকা বিভিন্ন যুদ্ধবিমানের প্রদর্শনী থাকছে। সি-১৭ গ্লোবমাস্টার থ্রি, জাগুয়ার এবং মিরাজ ২০০০ যুদ্ধবিমান ওই প্রদর্শনীতে অংশগ্রহণ করবে। আজ প্রথম উড়বে গত মাসে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসা চিনুক ট্রান্সপোর্ট এবং অ্যাপাচে হেলিকপ্টার। এর সঙ্গে রয়েছে রুশ সুখোই-৩০এমকেআই। আজই ৩৬ রাফালের প্রথমটি ভারতকে হস্তান্তরিত করবে ফরাসি যুদ্ধবিমান প্রস্তুতকারী সংস্থা দাঁসো। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এ দিন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁর সঙ্গে সাক্ষাত্ করে রাফাল হস্তান্তরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করবেন।



আরও পড়ুন- ভয়ঙ্কর! মজুরি চাইতেই বৃদ্ধ শ্রমিকের হাত-পায়ের আঙুল কেটে নিল ঠিকাদার


আজ বায়ুসেনার প্রধান রাকেশ কুমার সিং ভদোরিয়া বলেন, যে কোনও পরিবর্তিত ভূ-রাজনৈতিক পরিবেশে সন্ত্রাসবাদ মোকাবিলা করতে সক্ষম বায়ুসেনা। এই প্রতিষ্ঠান দেশবাসীর বিশ্বাস এবং আত্মবিশ্বাসের জায়গা। সে কোনও মূল্যে দেশকে সুরক্ষিত করতে সর্বদা প্রস্তুত বায়ুসেনা। পুলওয়ামার ঘটনা স্মরণ করে এয়ার চিফ মার্শাল বলেন, সেনার উপর ভয়াবহ হামলা জ্বলন্ত উদাহরণ হয়ে আছে পুলওয়ামা ঘটনা।


আজ গাজ়িয়াবাদের হিনডন বিমান ঘাঁটি থেকে মিগ বিসন বিমানের প্রদর্শনী দেখাবেন উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান। বালাকোট হামলার পর পাকিস্তান যে পাল্টা হামলা চালিয়েছিল, উইং কম্যান্ডার অভিনন্দন অত্যন্ত সাহসিকতার সঙ্গে তা রুখে দিয়েছিলেন।