ফোন থাকলে প্রেম হয়, তাই গ্রামে মেয়েদের জন্য নিষিদ্ধ মোবাইল
ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্ন বুনছেন প্রধানমন্ত্রী আর স্বপ্ন হত্যার দায়িত্ব নিয়েছে তাঁরই দেশের পঞ্চায়েত। ৭ দিনও হয়নি, `ফ্রিডম ২৫১`-টাকার স্মার্ট ফোন বাজারে নিয়ে এসে ভারতে ডিজিটাল স্বাধীনতার ফানুস উড়িয়েছিল সরকার। এক সপ্তাহের মধ্যেই ফানুসে সুচ ফুটিয়ে দিল উত্তর প্রদেশের গ্রাম পঞ্চায়েত। মোড়লদের বক্তব্য ফোন থাকলেই অল্প বয়সী ছেলে মেয়েরা প্রেমে পড়েন। তাই, ফোন ব্যবহার নিষিদ্ধ। ১৮ বছরের কম বয়সী কোনও মেয়ের কাছে মোবাইল ফোন থাকলেই শাস্তির মুখে পড়বেন মোবাইল ফোন ব্যবহারকারী। এই ফতোয়াই চালু করা হয়েছে উত্তরপ্রদেশের বিভিন্ন গ্রামে। এমনটা শুধু উত্তরপ্রদেশেই হচ্ছে তা নয়, নরেন্দ্র মোদীর গুজরাটেও কিছু জায়গায় এই ফতোয়ার শিকার হয়েছেন অনেকে।
ওয়েব ডেস্ক: ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্ন বুনছেন প্রধানমন্ত্রী আর স্বপ্ন হত্যার দায়িত্ব নিয়েছে তাঁরই দেশের পঞ্চায়েত। ৭ দিনও হয়নি, 'ফ্রিডম ২৫১'-টাকার স্মার্ট ফোন বাজারে নিয়ে এসে ভারতে ডিজিটাল স্বাধীনতার ফানুস উড়িয়েছিল সরকার। এক সপ্তাহের মধ্যেই ফানুসে সুচ ফুটিয়ে দিল উত্তর প্রদেশের গ্রাম পঞ্চায়েত। মোড়লদের বক্তব্য ফোন থাকলেই অল্প বয়সী ছেলে মেয়েরা প্রেমে পড়েন। তাই, ফোন ব্যবহার নিষিদ্ধ। ১৮ বছরের কম বয়সী কোনও মেয়ের কাছে মোবাইল ফোন থাকলেই শাস্তির মুখে পড়বেন মোবাইল ফোন ব্যবহারকারী। এই ফতোয়াই চালু করা হয়েছে উত্তরপ্রদেশের বিভিন্ন গ্রামে। এমনটা শুধু উত্তরপ্রদেশেই হচ্ছে তা নয়, নরেন্দ্র মোদীর গুজরাটেও কিছু জায়গায় এই ফতোয়ার শিকার হয়েছেন অনেকে।
এই মোবাইল ফোন ব্যানের পিছনে মড়োলদের আরও দাবি, "ফোন ব্যবহার করলে ছোট ছোট ছেলে মেয়েরা সম্পর্কে জড়িয়ে পড়েন। তাঁদের মতিভ্রম হয়। বাব মায়ের কথা শোনে না ছেলেমেয়েরা। তাঁদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়"।