নিজস্ব প্রতিবেদন: পর্নোগ্রাফি উত্সাহিত হচ্ছে। অবিলম্বে বন্ধ করা হোত Tik Tok অ্যাপ। কেন্দ্রের কাছে এই মর্মে আর্জি জানাল মাদ্রাজ হাইকোর্ট।  পাশাপাশি এই চিনা অ্যাপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিল মাদ্রাজ হাইকোর্ট। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 




বিচারপতি এন কিরুবাকরণ ও বিচারপতি এস এস সুন্দরের ডিভিশন বেঞ্চে এই মামলাটি ওঠে৷ এই অ্যাপটি প্রসঙ্গে আদালতের পর্যবেক্ষণ, এই অ্যাপের মাধ্যমেই দ্রুত ছড়াচ্ছে পর্নোগ্রাফি। যা সহজেই সব বয়সের মানুষের কাছে পৌঁছছে, এটি দেশের পক্ষে বিপজ্জনক। 


বিমল গুরুং দার্জিলিঙে ফিরলে প্রশ্ন শান্তিশৃঙ্খলা-অখণ্ডতা নিয়ে, প্রতিক্রিয়া মন্ত্রী গৌতম দেবের
উল্লেখ্য, TikTok এই অ্যাপটি প্রায় ১কোটি ভারতীয় বর্তমানে ব্যবহার করছেন। এই অ্যাপের মাধ্যমে অপরিচিত কোনও ব্যক্তির সঙ্গে যোগাযোগ স্থাপন হচ্ছে৷ পরে পর্নোগ্রাফির মাধ্যমে তাঁকে বিপথে চালিত করা হচ্ছে। সম্প্রতি মুম্বইয়ে ১৭ বছরের এক কিশোরের মৃত্যু পর্যন্ত হয়েছে এইভাবে। আদালতেও এই বিষয়টি উল্লেখ করা হয়। 
এরপরই মাদ্রাজ হাইকোর্টের অন্তর্বর্তীকালীন নির্দেশ,  এই চিনা অ্যাপটিকে ডাউনলোডের নিয়ম বন্ধ করুক কেন্দ্র৷