নিজস্ব প্রতিবেদন: ভোর থেকেই কাশ্মীরের বান্দিপোরায় চলছে গুলির লড়াই। জঙ্গিদের খুঁজে বের করতে তল্লাশি শুরু হতেই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা গুলি চালায় সেনা। এখনও প‌র্যন্ত পাওয়া খবর অনু‌যায়ী গুলির লড়াই মৃত্যু হয়েছে এক জঙ্গির। জঙ্গিদের গুলিতে আহত এক সেনা জওয়ান শহিদ হয়েছেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অারও পড়ুন-কাকদ্বীপে ট্রলার উল্টে নিখোঁজ একাধিক মত্যস্যজীবী, উদ্বিগ্ন প্রশাসন


গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার ভোরে জঙ্গলে ঘেরা পানার ও বান্দিপোরায় অপারেশন চালায় সেনা। সঙ্গে সিআরপিএফ ও রাষ্ট্রীয় রাইফেলস।এখনও প‌র্যন্ত নিহত ২ জঙ্গির পরিচয় মেলেনি। অপারেশ শেষ হলে তাদের সনাক্ত করা হতে পারে।



আরও পড়ুন-ধাবায় বসে রাতের খাবার খেতে গিয়েই ফাঁস হল আসল কুকীর্তি!


উল্লেখ্য, মঙ্গলবার নিয়ন্ত্রণরেখায় সাম্বার চাম্বিলাল সেক্টরে পাক সেনার গুলিতে নিহত হন ৪ বিএসএফ জওয়ান। পাশাপাশি মঙ্গলবার পুলওয়ামায় একটি থানায় গ্রেনেড হামলা চালায় জঙ্গিরা। মৃত্যু হয় ২ পুলিস কর্মীর।