বেঙ্গালুরু: আর ব্যাঙ্গালোর নয়। এবার থেকে ভারতের অন্যতম জনপ্রিয় শহর ও কর্ণাটকের রাজধানী সরকারি স্তরে খাতয় কলমে শুধুই বেঙ্গালুরু।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শনিবার থেকে ব্যাঙ্গালোরের সঙ্গেই কর্ণাটকের আরও ১১টি শহর নতুন নামে পরিচিতি পাচ্ছে।


২০০৬ সালেই কর্ণাটক সরকার এই শহরগুলির নাম পরিবর্তনের প্রস্তাব দিয়েছিল। এই মাসেই সেই প্রস্তাব গ্রহণ করে গত সন্ধেতেই এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে।


কানাড়া ভাষায় উচ্চারণের উপর ভিত্তি করেই এই শহরগুলির নাম পরিবর্তন করা হয়েছে।


২০০৬ সালের পয়লা নভেম্বর কর্ণাটক রাজ্য স্থাপনের সুবর্ণজয়ন্তী পালনের সময় শহরগুলির নাম পরিবর্তনের উদ্যোগ নেয়।


রেল মন্ত্রক, সার্ভে অফ ইন্ডিয়া, কেন্দ্রীয় ডাক ও তার দফতর, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক, ইন্টেলিজেন্স ব্যুরোর কাছ থেকে ছাড়পত্র পাওয়ার পরই শহরগুলির নাম পরিবর্তনের সম্মতি জানিয়েছে।