নিজস্ব প্রতিবেদন: অসমে নাগরিক পঞ্জী ও রোহিঙ্গা উদ্বাস্তুদের নিয়ে সংসদ ‌যখন তোলপাড়, তখন ফের বিতর্কিত মন্তব্য করলেন বিজেপি বিধায়ক রাজা সিং। তেলেঙ্গানার ওই বিধায়কের দাওয়াই রোহিঙ্গা ও বাংলাদেশি উদ্বাস্তুদের মেরে ফেলা উচিত। তা না করলে ভারত নিরাপদ থাকবে না।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বহুবার বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে এসেছেন বিজেপির এই বিধায়ক। সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা বলতে অভ্যস্ত রাজ সিং মঙ্গলবার বলেন, ‘অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গা উদ্বাস্তুরা ‌যদি সম্মানের সঙ্গে ফিরে ‌যেতে না চায় তাহলে এদের গুলি করা মারা উচিত। একমাত্র এভাবেই দেশ নিরাপদে থাকবে।’


আরও পড়ুন-


এর আগেও বহু বিতর্কিত মন্তব্য করেছেন রাজা সিং। সম্প্রতি আলওয়ারে এক ‌যুবককে গরু পাচারকারী সন্দেহে বেধড়ক পেটানো হয়। আহত ওই ‌যুবককে হাসপাতালে নিয়ে ‌যেতে ৪ ঘণ্টা দেরি করে পুলিস। ফলে তার মৃত্যু হয়। এনিয়ে বলতে গিয়ে রাজ সিং একটি ভিডিও প্রকাশ করে বলেন, ‌যতদিন না গোহত্যা বন্ধ হবে ততদিন গণধোলাই বন্ধ হবে না। সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য রাখার জন্য রাজা সিংয়ের বিরুদ্ধে ইতিমধ্যেই ৬০টি মামলা হয়েছে। কিন্তু পুলিস এখনও তাঁর টিকি ছুঁতে পারেনি।


আরও পড়ুন-সুখবর! এবছরই রাজ্য সরকারি কর্মীদের বেতন বাড়ার ইঙ্গিত


উল্লেখ্য, রোহিঙ্গা উদ্বাস্তু ও অসমে বাংলাদেশি অনুপপ্রবেশকারীদের নিয়ে তোলপাড় চলছে সংসদে। ভারতে বসবাসকারী রোহিঙ্গাদের প্রতি সরকার মানবিক পদক্ষেপ নিক বলে সংসদে দাবি করেন তৃণমূল সাংসদ সুগত বসু। তাঁর ‌যুক্তি, বাংলাদেশে আগত রোহিঙ্গা উদ্বাস্তুদের ভারত মানবিক সাহা‌য্য পাঠাচ্ছে। খাবার, পোশাক সহ বিভিন্ন জিনিস রয়েছে তার মধ্যে। কিন্তু ভারতে বসবাসকারী ৪০ হাজার রোহিঙ্গা উদ্বাস্তুদের জন্য কেন্দ্র ব্যবস্থা নিক বলে দাবি করেন তৃণমূল সাংসদ।


অন্যদিকে, অসমে ৪০ হাজার মানুষ জাতীয় নাগরিক পঞ্জী থেকে বাদ পড়ায় সরব হয়েছে বিরোধীরা। এনিয়ে তৃণমূল তো একে বাঙালি খেদাও অভি‌যান বলেছে। নাম, পদবী ধরে ধরে তালিকা থেকে মানুষজনকে বাদ দেওয়া হয়েছে বলে অভি‌যোগ তৃণমূলের।


আরও পড়ুন-বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন সহবাস! প্রাণনাশের হুমকি দিয়ে ধৃত যুবক


মঙ্গলবার সংসদে বিরোধীদের প্রশ্নের জবাব দিতে গিয়ে অমিত সাহ বলেন, বিরোধীরা অবৈধভাবে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের হয়ে ওকালতি করছে। নাগরিক পঞ্জীর তৈরির মতো পদক্ষেপ রাজীব গান্ধীর আমলেও নেওয়া হয়েছিল। কিন্তু তা কা‌র্যকর করা হয়নি। কারণ রাজীব গান্ধীর সাহস ছিল না। এই সরকরারের তা রয়েছে।