ওয়েব ডেস্ক : "তোমরা আমাকে কমিশন দাও,  আমি তোমাদের নোট বদলে দেব।" দিব্যি চলছিল এভাবেই। যতক্ষণ না হাতকড়া এসে বাধ সাধল। লাখে ২০% কমিশন। আর তাতেই কাজ হাসিল। পুরনো নোট দিব্যি বদলে যাচ্ছিল। আর নিজের মানিব্যাগটাও চওড়া হচ্ছিল। কার্যসিদ্ধি হচ্ছিল দুপক্ষেরই। ঘটনাটি পাঞ্জাবের ভাতিন্দার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এই ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে সংশ্লিষ্ট ব্যাঙ্ক ম্যানেজার ও ক্যাশিয়ার। তাদের মদতেই চলছিল গোটা কাণ্ডকারখানা। অভিযোগ, রামা মান্ডির বাসিন্দা পরভিন কুমার পুরনো বাতিল নোটে ১ লাখ টাকা দেন অভিযুক্তদের। বদলে তাঁকে নতুন নোটে ৮০০০০ টাকা দেওয়া। বাকি ২০০০০ টাকা রেখে দেওয়া হয় 'কমিশন' হিসেবে।


আরও পড়ুন, সরকারি কর্তার ঘরে বাজেয়াপ্ত নগদ ৫ কোটি টাকার নতুন নোট ও ৬ কিলো সোনা