ওয়েব ডেস্ক : ২৮ ফেব্রুয়ারি দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিল ব্যাঙ্ক কর্মচারীদের ৯টি সংগঠন। নোট বাতিল, আর্থিক সংস্কার ও শ্রম আইন নিয়ে কেন্দ্রীয় নীতির প্রতিবাদে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে বলে সংগঠনের যৌথ মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে। ব্যাঙ্ক ধর্মঘটের ফলে সমস্যায় পড়তে চলেছেন গ্রাহকরা বলে মনে করা হচ্ছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- রাষ্ট্রপতির বেতন হোক মাসিক ৫ লাখ টাকা, স্বরাষ্ট্র মন্ত্রকের প্রস্তাবে মুখে 'কুলুপ' প্রধামন্ত্রীর দফতরের  


প্রসঙ্কত, প্রায় ১০ লাখ ব্যাঙ্ক কর্মচারী এই ধর্মঘটে সামিল হচ্ছেন। এর জেরে ওই দিন ব্যাঙ্ক ও ATM পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে ভোগান্তিতে পড়তে হবে সাধারণ গ্রাহকদের। তবে তাদের দাবি, সাধরণ মানুষের কথা ভেবেই এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।