নিজস্ব প্রতিবেদন: আবার ব্যাঙ্ক ধর্মঘটের ডাক। আগামী ১৫ এবং ১৬ মার্চ দেশময় ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। কেন্দ্রীয় নীতি এবং ব্যাঙ্ক বেসরকারিকরণের প্রতিবাদেই এই ধর্মঘট বলে জানিয়েছে ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়ন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিকে ব্যাঙ্ক ধর্মঘটের গ্রাহকদের ভোগান্তির আশঙ্কা বাড়ছে। কারণ মাসের দ্বিতীয় শনিবার হওয়ায় ১৩ মার্চ ব্যাঙ্ক বন্ধ থাকব। পরের দিন, রবিবার ১৪ মার্চ ব্যাঙ্ক বন্ধ। এর পর ১৫ মার্চ সোম এবং ১৬ মার্চ মঙ্গলবার ধর্মঘট। টানা চার দিন ব্যাঙ্ক বন্ধ থাকার কারণে গ্রাহকরা চূড়ান্ত সমস্যায় পড়তে পারেন।


অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন (এআইবিইএ)-এর সভাপতি রাজেন নাগার বলেন, “যে ভাবে ব্যাঙ্কগুলিকে বেসরকারিকরণের চেষ্টা হচ্ছে, তার প্রতিবাদে এই ধর্মঘট। আন্দোলন আরও জোরদার করতে হবে।”