ওয়েব ডেস্ক : ন্যূনতম একটা সেভিংস অ্যাকাউন্ট সবারই থাকে। কষ্ট করে উপার্জন করা টাকা গচ্ছিত রাখা হয় সেভিংস অ্যাকাউন্টে। জমা টাকার উপর সুদ দেয় ব্যাঙ্ক। ২০১১ পর্যন্ত সেভিংস অ্যাকাউন্টে গচ্ছিত টাকার উপর সুদের হার স্থির করে দিত রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। কিন্তু এর পর থেকে সেই দায়িত্ব তুলে দেওয়া হয় বাণিজ্যিক ব্যাঙ্কগুলির নিজের হাতে। তখন থেকে বাণিজ্যিক ব্যাঙ্কগুলি স্বাধীনভাবে নিজেরাই সুদের হার নির্ধারণ করে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এবার একনজরে দেখে নেওয়া যাক কোন ব্যাঙ্কে সুদের হার কত?


RBL ব্যাঙ্ক
৭.১ শতাংশ বার্ষিক- সেভিংস ১০ লাখের উপর
৬.১ শতাংশ বার্ষিক- সেভিংস ১ লাখের উপর
৫.১ শতাংশ বার্ষিক- সেভিংস ১ লাখ পর্যন্ত


DBS ব্যাঙ্ক
৭ শতাংশ বার্ষিক- সেভিংস ১ লাখ পর্যন্ত
৬ শতাংশ বার্ষিক-সেভিংস ১ লাখের উপর থেকে ১ কোটি পর্যন্ত
৪ শতাংশ বার্ষিক- সেভিংস ১ কোটির উপর


ইয়েস ব্যাঙ্ক
৬ শতাংশ বার্ষিক- সেভিংস ১ কোটির নীচে


কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক
বার্ষিক ৬ শতাংশ হারে


লক্ষ্মী বিলাস ব্যাঙ্ক
৫ শতাংশ বার্ষিক- সেভিংস ৫ লাখ পর্যন্ত
৬ শতাংশ বার্ষিক- সেভিংস ৫ লাখের উপর


ইন্দাসিন্দ ব্যাঙ্ক
৪ শতাংশ বার্ষিক- সেভিংস ১ লাখ পর্যন্ত
৫ শতাংশ বার্ষিক- সেভিংস ১ লাখের উপর কিন্তু ১০ লাখের নীচে
৬ শতাংশ বার্ষিক- সেভিংস ১০ লাখর উপর


বন্ধন ব্যাঙ্ক
৪.২৫ শতাংশ বার্ষিক- সেভিংস ১ লাখ পর্যন্ত (সুদ দেওয়া হয় অর্ধবার্ষিকী)
৫ শতাংশ বার্ষিক- সেভিংস ১ লাখের উপর (সুদ দেওয়া হয় অর্ধবার্ষিকী)


এই ব্যাঙ্কগুলি ছাড়া বাদবাকি সব পাবলিক সেক্টর ও প্রাইভেট ব্যাঙ্কের সেভিংসের উপর বার্ষিক সুদের হার ৪ শতাংশ।