ওয়েব ডেস্ক : নোট বাতিলের জেরে একদিন বন্ধ থাকার পর কাল খুলছে ব্যাঙ্ক। হাতে খরচের টাকা না থাকায় কাল ব্যাঙ্কে ভিড় জমাবেন গ্রাহকরা। সেই সঙ্গে থাকবে পুরোনো ৫০০  ও ১০০০ টাকার নোট বদলের তাগিদ। ব্যাঙ্ক এই জোড়া চাপ সামাল দিকে পারবে কিনা তা নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও প়ডুন- নতুন নোট আসার আগে কি হবে বাজারের পরিস্থিতি?


আর সেই আশঙ্কা থেকেই বাড়তি নিরাপত্তার দাবি তুলেছে ব্যাঙ্কারস অ্যাসোসিয়েশন। যদিও ব্যাঙ্ক কতৃপক্ষের দাবি কালই প্রকাশ পাচ্ছে নতুন ৫০০ ও ২০০০ টাকার নোট।সেই টাকা দিয়েই পরিস্থিতি সামাল দেওয়া যাবে।গ্রাহকদের যাতে সমস্যা না হয় সেইজন্য শনি ও রবিবার ছুটির দিন হওয়ার সত্বেও সমস্ত ব্যাঙ্ক খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে RBI। কাল সব ব্যাঙ্ক খোলা থাকলেও সব ATM খোলা থাকছে না।