রাহুল গান্ধীর বিরুদ্ধে বিষোদগার করে কংগ্রেস ছেড়ে BJP-তে বরখা শুক্লা
``দল চালানোর জন্য রাহুল গান্ধী মানসিক ভাবে সুস্থ নন। তাই দলে সমস্যা রয়েছে।`` বৃহস্পতিবার এমনই মন্তব্য করে দলের নীতি ভঙ্গের দায়ে শাস্তির মুখে পড়তে হয় কংগ্রেস নেত্রী বরখা শুক্লাকে। শুক্রবার তাঁকে দল বিরোধী কাজের দায়ে ৬ বছরের বরখাস্ত করা হয়। আজ তিনি কংগ্রেস ছেড়ে বিজেপি-তে যোগ দিলেন। দিল্লিতে বিজেপি-র জাতীয় সহ-সভাপতি শ্যাম জাজু-র হাত থেকে দলীয় পতাকা গ্রহণ করেন।
ওয়েব ডেস্ক : ''দল চালানোর জন্য রাহুল গান্ধী মানসিক ভাবে সুস্থ নন। তাই দলে সমস্যা রয়েছে।'' বৃহস্পতিবার এমনই মন্তব্য করে দলের নীতি ভঙ্গের দায়ে শাস্তির মুখে পড়তে হয় কংগ্রেস নেত্রী বরখা শুক্লাকে। শুক্রবার তাঁকে দল বিরোধী কাজের দায়ে ৬ বছরের বরখাস্ত করা হয়। আজ তিনি কংগ্রেস ছেড়ে বিজেপি-তে যোগ দিলেন। দিল্লিতে বিজেপি-র জাতীয় সহ-সভাপতি শ্যাম জাজু-র হাত থেকে দলীয় পতাকা গ্রহণ করেন।
গত কয়েক মাস ধরেই কংগ্রেসে থেকেও নরেন্দ্র মোদী সরকারের প্রশংশায় পঞ্চমুখ ছিলেন দিল্লি মহিলা কমিশনের প্রাক্তন প্রধান। দল থেকে সাবধান করা হলেও, কর্ণপাত করেননি তিনি। বরং, কংগ্রেস সহ-সভাপতির বিরুদ্ধে দলে থেকেই সুর চড়িয়ে গেছেন। তাঁর কথায়, ''রাহুল গান্ধী দল চালাতে অসমর্থ। কারণ তিনি দলটাকে নিজের পারিবারিক সম্পত্তি মনে করেন।''
আরও পড়ুন- আডবাণী না, আমিই বাবরি মসজিদ ভাঙতে বলেছিলাম, স্বীকারোক্তি প্রাক্তন বিজেপি সাংসদ রাম বিলাস বেদান্তির
এরপরই দল বিরোধী কাজের জন্য তাঁকে বহিস্কার করা হয়। যদিও, কংগ্রেস হাই কম্যান্ডের এই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি আদালতে যাওয়ার হুমকি দেন গতকাল। শুধু তাই নয়, এই মুহূর্তে কংগ্রেস ছেড়ে অন্য কোনও দলেও তিনি যাবেন না বলেও গতকাল সাংবাদিকদের জানান শুক্লা।
আজ সকালে তাঁর বিজেপি-তে যোগ দেওয়ার সিদ্ধান্তে দেখা দিয়েছে জল্পনা। যদিও, শুক্লা জানিয়েছেন, বিজেপিতে কোনও পদের লোভে তিনি যোগ দেননি। বরং, মানুষের জন্য ভালো কাজ করাই তাঁর লক্ষ্য।