নিজস্ব প্রতিবেদন: বাটলা হাউস এনকাউন্টার (Batla House Encounter) মামলায় দোষী আরিজ খানকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিল দিল্লির সাকেত কোর্ট  (Saket Court)। আদালতের মতে, আরিজ খানের অপরাধ বিরল থেকে বিরলতম। সমাজের জন্য বিপজ্জনক। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জঙ্গি সংগঠন ইন্ডিয়ান মুজাহিদিনের সদস্য আরিজকে ১১ লক্ষ টাকার জরিমানার নির্দেশ দিয়েছে অতিরিক্ত দায়রা আদালত। তার মধ্যে ১০ লক্ষ টাকা দেওয়া হবে দিল্লির পুলিসের ইনস্পেক্টর শহিদ মোহনচন্দ শর্মার  (Mohan Chand Sharma) পরিবারকে।  ২০০৮ সালে দক্ষিণ দিল্লির জামিয়া নগরে এনকাউন্টারে জঙ্গিদের গুলিতে মারা গিয়েছিলেন মোহনচন্দ। 


প্রসঙ্গত, ২০০৮ সালে ১৯ সেপ্টেম্বর দিল্লির জামিয়া নগরে বাটলা হাউসে দিল্লি পুলিস ও ইন্ডিয়ান মুজাহিদিনের সন্ত্রাসবাদীদের মধ্যে চলে গুলির লড়াই। আরিফ আমিন ও মহম্মদ সাজিদ নামে দুই জঙ্গির মারা যায়। আরও তিন জঙ্গি আরিজ খান, শাহজাদ ও জুনেইদ পালাচ্ছেন। আর জঙ্গি মহম্মদ সইফ আত্মসমর্পণ করে। ২০১০ সালে উত্তরপ্রদেশের আজমগড়ে ধরা পড়ে শাহজাদ। ভারত-নেপাল সীমান্তে ২০১৮ সালে ধরা পড়ে আরিজ খান।