নিজস্ব প্রতিবেদন: ক্যামেরার সামনেই বেফাঁস উত্তর দিল্লির মেয়র প্রীতি আগরওয়াল। সরকারি অফিসারদের বওয়ানা কারখানা মালিকের বিরুদ্ধে কোনও মন্তব্য করা থেকে বিরত থাকতে বলছেন তিনি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শনিবার রাতে দিল্লির বওয়ানা শিল্পতালুকে একটি কারখানায় আগুন লাগে। মারা যান কমপক্ষে ১৭ জন। কারখানার মালিক মনোজ জৈনকে গ্রেফতার করেছে পুলিস। '  



ঘটনাস্থলে যান উত্তর দিল্লির মেয়র প্রীতি আগরওয়াল। তখনই ক্যামেরার সামনে তাঁকে বলতে শোনা যায়, '' এই কারখানার লাইসেন্স আমাদের কাছ থেকে নেওয়া হয়েছে, তাই কিছু বলতে পারব না।'



আরও পড়ুন- পেট্রোল বিলের ভার লাঘবে বায়ো জ্বালানির গাড়ি উত্পাদনে জোর গডকড়ির


উত্তর দিল্লি পুরসভা বিজেপির দখলে। প্রত্যাশিতভাবেই এই ভিডিওটি টুইট করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এই ঘটনায় শনিবারই তদন্তের নির্দেশ দিয়েছিলেন তিনি। ওই কারখানাকে কে লাইসেন্স দিয়েছিল, তাও খতিয়ে দেখা হবে বলে জানান দিল্লির মুখ্যমন্ত্রী। এরপরই প্রীতি আগরওয়ালের ভিডিওটি প্রাক্শ্যে আসায় জমে উঠেছে আপ-বিজেপি তরজা। দিল্লি বিজেপির সভাপতি মনোজ তিওয়ারির দাবি, ভিডিওয় পুরো কথা শোনা যায়নি। এটা ভুয়ো।  



  


ঘটনায় মৃতদের পরিবারের প্রতি শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।