ওয়েব ডেস্ক: কীভাবে আগুন লাগল ভুবনেশ্বরের সান হাসপাতালে? প্রকৃত কারণ জানতে ৩ সদস্যের তদন্তকারী দল গঠন করল ওড়িশা সরকার।কঠিন সময়ে পট্টনায়েক সরকারকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছে কেন্দ্র। টুইটারে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভুবনেশ্বরের বেসরকারি হাসপাতালে আগুন লাগার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫। আহত কমপক্ষে ১২০।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আমরির ভয়াবহ স্মৃত্মি উস্কে দিল ভুবনেশ্বরের SUM হাসপাতাল। বেসরকারি হাসপাতালে লাগা আগুনে পুড়ে মারা গেলেন ২৫জন। গুরুতর আহত আরও অনেকে।    
ঘড়িতে তখন রাত পৌনে আটটা। ভুবনেশ্বরের সাম হাসপাতালে তখন রোগীদের ভিড়। আচমকাই দোতলার ডায়ালিসিস ইউনিটে আগুন লাগে। মুহুর্তে মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের ICU ও এমার্জেন্সি ওয়ার্ডে। আমরির ভুল অবশ্য হয়নি সাম হাসপাতালে।আগুন লাগতেই ভেঙে ফেলা হয় কাচের জানলা।কোনওরকমে বের করা হয় রোগীদের। ধোঁয়ায় দম আটকে মারা যাওয়ার হাত থেকে বাঁচেন অনেকেই। কিন্তু, তাতেও  এড়ানো যায়নি  মৃত্যু মিছিল। ধোঁয়ায় দমবন্ধ  হয়ে মারা যান অনেকে।গুরুতর আহত হন আরও অনেকে।


তড়িঘড়ি আক্রান্তদের অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ক্যাপিটাল হাসপাতালে ভর্তি করা হয় ১৪জনকে। AIIMS-এ নিয়ে যাওয়া বেশকয়েকজনকে। রাতেই হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখায় কংগ্রেস ও বিজেপি।



আগুন লাগার খবর পেয়েই তড়িঘড়ি হাসপাতালে ছুটে যান ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। দমকলের প্রাথমিক অনুমান শট সার্কিট থেকেই আগুন লেগেছে। তবে, প্রকৃত কারণ খতিয়ে দেখতে ৩ সদস্যের দল গঠন করেছে পট্টনায়েক সরকার।


মর্মান্তিক এই দুর্ঘটনার পরই টুইটে শোক জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিপদের সময়ে ওড়িশা সরকারকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা।