ওয়েব ডেস্ক :  দিল্লির সংগম বিহারে যে ঘটনা ঘটল, তারপর থেকে SBI ATM থেকে টাকা তোলার সময় সাবধান। বিশেষ করে ২০০০ টাকার নোট। কারণ হতে পারে আপনি যে ২০০০ টাকার নোটটি পেলেন, সেটি হয়তো জাল। রিজার্ভ ব্যাঙ্কের জায়গায় কোনও চিলড্রেন ব্যাঙ্ক হয়তো আপনাকে সেই নোটটি দিচ্ছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

৬ ফেব্রুয়ারি প্রথম অভিযোগ আসে, সংগম বিহারের ওই ATM-টি থেকে জাল ২০০০ নোট বেরনোর। অভিযোগ দায়েরের পর বিষয়টি খতিয়ে দেখতে গিয়েছিলেন সাব-ইনসপেক্টর। তাঁর বেলাও ঠিকই একই ঘটনা ঘটেছে। কী কারণে, কেন এধরনের নোট ওই ATM-এ ভর্তি, কোথা থেকে এল এই নোট, এই নিয়ে এখনও সঠিক করে কিছুই জানা যায়নি।


ঠিক কী কী লেখা ওই জাল ২০০০ নোটে, দেখে নিন-



১) ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের জায়গায় লেখা ভারতীয় মনোরঞ্জন ব্যাঙ্ক
২) সিরিয়াল নাম্বারের জায়গায় লেখা ০০০০০০
৩) রুপি সাইন নেই
৪) লিফ মার্কিং স্ট্রিপের জায়গায় লেখা 'চুরান লেবেল'
৫) RBI সিলের জায়গায় পি কে লোগো
৬) লেখা, "I promise to pay the barer two thousand coupens."
৭) গভর্নরের সই নেই
৮) অশোক স্তম্ভের জায়গায় 'চুরান লেবেল'
৯) রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বদলে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
১০) কেন্দ্রীয় সরকারের বদলে গ্যারান্টার 'চিলড্রেন গভর্নমেন্ট'


আরও পড়ুন, বাজারে ১০০০ টাকার নোট? মুখ খুললেন কেন্দ্রীয় অর্থসচিব