নিজস্ব প্রতিবেদন: রবিবার জম্মু ও কাশ্মীরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমাবেশের স্থান থেকে ১২  কিলোমিটার দূরে একটি মাঠে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। যা নিয়ে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে। আজ জম্মু জেলার লালিয়ানা গ্রামে এই বিস্ফোরণ ঘটে। জম্মু ও কাশ্মীর পুলিস বিস্ফোরণের এই ধরণ নিয়ে তদন্ত শুরু করেছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

যদিও জম্মুর সিনিয়র পুলিস সুপার চন্দন কোহলি বলেছেন, উল্কাপাত বা বজ্রপাতের ফলে লালিয়ানা গ্রামে একটি গর্ত তৈরি হয়েছে । পুলিস আরও জানিয়েছে যে বিস্ফোরণটি সন্ত্রাসের সঙ্গে  সম্পর্কিত বলে মনে হচ্ছে না। যদিও বিস্ফোরণের বিষয়টি 



শুক্রবার সুঞ্জওয়ানে নিরাপত্তা কর্মীদের সঙ্গে একটি বাসে সন্ত্রাসী হামলার পর  জম্মু ও কাশ্মীরে ইতিমধ্যেই নিরাপত্তা জোরদার করা হয়েছে। এই বিস্ফোরণে দুই জইশ সন্ত্রাসী এবং একজন নিরাপত্তা কর্মী মারা গিয়েছে৷


এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার জম্মু ও কাশ্মীরে প্রায় কুড়ি হাজার কোটি টাকার একাধিক উন্নয়ন উদ্যোগের উদ্বোধন ও ভিত্তি স্থাপন করবেন। উল্লেখ্য সাম্বা জেলার পল্লী গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েত রাজ দিবসে যোগ দিতে এখানে আসছেন প্রধানমন্ত্রী। ৫ অগাস্ট, ২০১৮ এ ৩৭০ ধারা বাতিলের পর এটিই প্রধানমন্ত্রীর প্রথম জম্মু কাশ্মীর সফর।


আরও পড়ুন, Prayagraj Horror: উত্তরপ্রদেশে TMC-র প্রতিনিধিদল, রবিবার প্রয়াগরাজ যাচ্ছেন ৫ সদস্য


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)