নিজস্ব প্রতিবেদন: হিজাব বিতর্কে (Karnataka Hijab Row) এবার কর্ণাটকের কলেজ ছাত্রী বিবি মুসকান খানের (Bibi Muskan Khan) পাশে দাঁড়াল রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ (RSS)। বরং তাঁকে ঘিরে যাঁরা বিক্ষোভ দেখিয়েছে তাঁদের কড়া সমালোচনা করল সংগঠনের মুসলিম শাখা মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ (Muslim Rashtriya Manch)।  তাদের দাবি, পর্দা-প্রথা ভারতীয় সংস্কৃতিরই একটা অংশ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ (Muslim Rashtriya Manch) কর্মকর্তা অনিল সিং বলনে, "আমরা সম্পূর্ণ ভাবে মেয়েটির পাশে রয়েছি। উনি আমাদের মেয়ে বা বোনের মতো।" বরং যে যুবকরা হিজাব পরার বিরোধিতা করে ছাত্রীটিকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছে, তাদের সমালোচনা করেছে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ (Muslim Rashtriya Manch)। সংগঠনের মতে, এই কাজ হিন্দু সংস্কৃতি-বিরোধী। অমার্জনীয় অপরাধ। মেয়েটির পোশাক পরার সংবিধানিত স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়েছে। RSS নেতা বলেন, "গেরুয়া উত্তরীয় পরে একজন মহিলাকে ঘিরে 'জয় শ্রীরাম' স্লোগান দেওয়া কোনও ভাবেই মেনে নেওয়া যায় না। এটা হিন্দুত্ব সংস্কৃতি-বিরোধী। পর্দাপ্রথা ভারতীয় সংস্কৃতি অংশ। স্বেচ্ছায় হিন্দু মহিলারাও পর্দাপ্রথা মেনে চলতে পারেন।"


কর্ণাটকের উদুপির সরকারি কলেজে তৈরি হওয়া হিজাব বিতর্কের (Karnataka Hijab Row) আঁচ ছড়িয়ে পড়েছে গোটা দেশে। পক্ষে-বিপক্ষে যুক্তি সাজাচ্ছেন নানান ব্যক্তি। রাজ্যে-রাজ্যে, শহরে-শহরে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। এই বিতর্কে মুখ খুলেছেন জাভেদ আখতারের মতো-বহু প্রখ্যাত ব্যক্তি।   


আরও পড়ুন: হিজাব ইস্যুতে মুসলিম মেয়েদের সমর্থন, কলকাতাতে উঠল প্রতিবাদের ঝড়-স্লোগান


আরও পড়ুন: Modi On Dynasty: বিজেপিতেও পরিবারতন্ত্র? জবাব দিলেন মোদী


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)