জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:  দেশের ১৫ তম রাষ্ট্রপতি পদে এবার আসীন হতে চলেছেন এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)। বিপক্ষে থাকা যশবন্ত সিনহাকে হারিয়ে রাইসিনা হিলসে বসতে চলেছেন তিনি। ২৪ জুলাই শেষ হচ্ছে বর্তমান প্রেসিডেন্ট  রামনাথ কোবিন্দের সময়কাল। এরপর ২৫ জুলাই শপথগ্রহণ করবেন দ্রৌপদী। রাইসিনা হিলস এ শুরু হবে এক নয়া অধ্যায়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভারতের রাষ্ট্রপতিরা হলেন 'ফার্স্ট সিটিজেন'। কী কী সুবিধা পান তাঁরা? 


সর্বোচ্চ প্রধান হিসেবে একগুচ্ছ সুযোগ উপলব্ধ থাকে তাঁদের জন্য। ২০১৭ তে একজন রাষ্ট্রপতির মাসিক বেতন ১.৫ লক্ষ থেকে বৃদ্ধি করে ৫ লক্ষ করা হয়েছিল। এখনও সেই নিয়মই রয়েছে। সময়কাল শেষের পরও একাধিক সুযোগ ও মাসিক পেনশনও পান তাঁরা। 


রাষ্ট্রপতিদের মাসিক ৫ লক্ষ বেতন কিন্তু একেবারে Tax Free। অর্থাৎ বেতনের ওপর কোনও শুল্ক থাকে না। স্বাস্থ্য ও চিকিৎসায় একদম বিনামূল্যে। রাইসিনা হিলসে থাকতে কোনও টাকা দিতে হবে না। প্রেসিডেন্টের জন্য থাকবে বিশেষ গাড়ি (মার্সিডিজ S600) ।


রাষ্ট্রপতির মেয়াদকাল শেষ হলে পেনশনবাবদ পাবেন ১.৫ লক্ষটাকা। এছাড়াও দুটো ল্যান্ডলাইন এবং মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন বিনামূল্যে। পাবেন ব্যক্তিগত সুরক্ষা। এক জন সঙ্গীকে নিয়ে বিনামূল্যে বিমান এবং রেলে ভ্রমণ করতেও পারবেন।


আরও পড়ুন, President Powers: স্বাধীনতার পরে জন্মানো প্রথম রাষ্ট্রপতি, জেনে নিন কী তাঁর ক্ষমতা


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)