নিজস্ব প্রতিবেদন: ধর্ষণের অভিযোগে অভিযুক্ত বহিষ্কৃত সিপিএম সাংসদ ঋতব্রত ব্যানার্জিকে তলব করল দিল্লির সাউথ অ্যাভিনিউ থানার পুলিস। কালই তাঁকে হাজিরা দিতে হবে থানায়, ইমেল মারফত ঋব্রতকে সমন পাঠায় দিল্লি পুলিস। একই সঙ্গে অভিযোগকারী নম্রতা দত্তকেও সাউথ অ্যাভিনিউ থানায় হাজির হওয়ার জন্য তলব করেছে দিল্লি পুলিস। ইমেলে দিল্লি পুলিস নম্রতাকে জানিয়েছে, অভিযোগের সপক্ষে মজুত সমস্ত ইলেকট্রনিক তথ্য প্রমাণ নিয়ে তাঁকে হাজির হতে হবে থানায়। ইমেলে নম্রতা দত্তকে এও জানানো হয়েছে, তাঁর জবানবন্দি রেকর্ড করা হবে দিল্লির কোর্টে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- ঋতব্রতর বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগ তরুণীর


যদিও ঋতব্রতর দাবি, কোনও ইমেল পাননি তিনি। সঙ্গে তিনি এও জানান, একই দিনে সিআইডি দফতরেও হাজিরা দিতে হবে তাঁকে। সূত্রের খবর, সিআইডি হাজিরার বিষয়কে ঢাল করে সাউথ অ্যাভিনিউ থানার হাজিরা কোনও ভাবেই এড়ানো যাবেন না বলে জানিয়ে দেওয়া হয়েছে রাজ্যসভার সাংসদকে। 


আরও পড়ুন- ঋত, এখনও ফিরে আসা যায়, প্রত্যয়ী 'ঘরে ফেরা' নেপালদেব