ওয়েব ডেস্ক: দিল্লি বিধানসভা ভোটে বিজেপির হারকে নরেন্দ্র মোদীর বলে উল্লেখ্য করলেন আন্না হাজারে। তবে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কিরণ বেদিকে আড়ল করলেন আন্না। সেইসঙ্গে ঐতিহাসিক জয়ের পর শিষ্য অরবিন্দ কেজরিওয়ালকে অভিনন্দনও জানালেন আন্না। সেইসঙ্গে মহারাষ্ট্রে নিজের গ্রামে বসে আন্না সতর্ক করে দিয়ে কেজরিওয়ালকে বললেন, মুখ্যমন্ত্রী হয়ে আন্দোলন, সংগ্রামকে ভুলে যেও না। সঙ্গে যোগ করেছেন দুর্নীতি বিরোধী আন্দোলনে যোগ দিয়েই কেজরিওয়াল মানুষের আস্থা অর্জন করেছেন।
 
আন্না বলেছেন, এ হার নরেন্দ্র মোদীর। কোন প্রতিশ্রতিই রাখতে পারেননি মোদী। দিল্লির রায়েই তা স্পষ্ট। প্রতিক্রিয়া আন্না হাজারের।  দিল্লির রায় কেন্দ্রের বিরুদ্ধে নয়। আপের কাছে মুখ থুবড়ে পড়ার পর প্রতিক্রিয়া  ভেঙ্কাইয়া নাইডুর। বিধানসভা ভোটে স্থানীয় ইস্যুতে ভর করেই জয় হয়েছে আপের। দাবি বিজেপি নেতার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আপ দফতরে কর্মী-সমর্থকদের উল্লাস। ফোনে কেজরিওয়ালকে অভিনন্দন প্রধানমন্ত্রীর। কেন্দ্রের তরফে সবরকম সহযোগিতার আশ্বাস মোদীর। দিল্লিতে ঝাড়ু ঝড়ে উড়ে গেল বিজেপি। ভরাডুবির দায় নিলেন কিরণ বেদী। নিজের কেন্দ্র কৃষ্ণনগরে পিছিয়ে প্রাক্তন আইপিএস অফিসার।


দিল্লির রায় মোদীর পরাজয়। বললেন আন্না হাজারে। ঔদ্ধত্য ও বিদ্বেষমূলক আচরণের যোগ্য জবাব পেল বিজেপি। টুইটে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে কংগ্রেসের ভরাডুবির দায় নিয়ে সাধারণ সম্পাদকের পদ থেকে ইস্তফা অজয় মাকেনের। ফের প্রিয়াঙ্কা লাও দেশ বাঁচাও স্লোগান দলীয় কর্মীদের। আপের জয় দিল্লির জনতার জয়। প্রতিক্রিয়া আপ নেতা যোগেন্দ্র যাদব।