নিজস্ব প্রতিবেদন: ভীমা-কোরেগাঁও সংঘর্ষের নেপথ্যে শহুরে নকশালদের হাত রয়েছে বলে আশঙ্কা করছে গোয়েন্দা সংস্থাগুলি। ভীমা-কোরেগাঁও সংঘর্ষের আগের দিন পুণেতে নকশাল সংগঠনগুলি 'ইয়ালগার পরিষদ' নামে একটি বৈঠক করে। ওই বৈঠক থেকে যে নথি পাওয়া গিয়েছে, তা খতিয়ে দেখার পর নকশাল-যোগের ইঙ্গিত পেয়েছেন গোয়েন্দারা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গোয়েন্দারা জানতে পেরেছেন, ওই বৈঠকে শীর্ষ নকশাল নেতারা যোগ দিয়েছিলেন। অতীতে এই ধরনের হিংসায় উস্কানি দেওয়ায় জড়িত ছিল নকশালরা। নকশাল-যোগ উড়িয়ে দেননি মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস। তাঁর কথায়, ''এই ধরনের সংগঠনের ভূমিকা তদন্ত করে দেখা হচ্ছে।'' 


আরও পড়ুন-এশিয়ার দীর্ঘতম দ্বিমুখী সুড়ঙ্গপথ নির্মাণে অনুমোদন কেন্দ্রের


সূত্রের খবর, নকশালদের বৈঠক থেকে লিফলেট বিলি করা হয়েছিল। তাতে বলা হয়েছে, 'ভীমা-কোরেগাঁও থেকে শিক্ষা নিয়ে নব্য পেশোয়াদের কবর দিতে হবে।'  মহারাষ্ট্র পুলিসও মনে করছে, যেভাবে বিক্ষোভকারীদের উস্কানি দিয়ে সম্পত্তি ভাঙচুর করা হয়েছে, তার সঙ্গে নকশালদের কৌশল একেবারে মিলে যায়। পুলিসকে কোণঠাসা করতে বিক্ষোভকারীর বেশে ছিল শহুরে নকশালরা। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে নাগপুরে সভা করেছিল। তখনই থেকেই সম্ভবত হিংসার পরিকল্পনা শুরু করেছিল নকশালরা।