ওয়েব ডেস্ক: চলতি প্রবাদ, জলে কুমির ডাঙায় বাঘ। কিন্তু উত্তরপ্রদেশের ফিরোজাবাদে উল্টো ছবি। ডাঙায় দিব্যি ঘুরছে অতিকায় কুমির। দড়ি দিয়ে বেঁধে জলের প্রাণিকে ফেরানো হচ্ছে জলেই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এ যে একেবারে খাল কেটে কুমির আনা! নাহ্, তাতে গ্রামবাসীদের কোনও হাত নেই। নদীনালায় শুকিয়ে যাচ্ছে জল। তাই জল ছেড়ে সটান ডাঙায়। ক্ষেতে কাজ করতে গিয়ে বিশাল সরীসৃপটিকে দেখতে পান গ্রামবাসীরা। দড়ি দিয়ে বাঁধা হয় ৭ ফুট লম্বা ও ২০০ কেজি ওজনের কুমিরটিকে। ভিড় জমে যায় গ্রামে। খবর দেওয়া হয় বন দফতরে। মধ্যপ্রদেশের জাতীয় চম্বল অভয়ারণ্যে পাঠানো হচ্ছে কুমিরটিকে।


গ্রামবাসীদের দাবি, শুধু এদিনই নয়, মাঝেমাঝেই গ্রামে হানা দিচ্ছে বন্যপ্রাণীরা। গ্রামে ফের কুমির ঢুকে পড়ায় আতঙ্কে গ্রামবাসীরা।