নিজস্ব প্রতিবেদন: দিল্লি ও নয়ডা সীমান্তে লম্বা ট্রাফিক জ্যাম। লকডাউনে বিগত দুমাসে এই ছবি দেখেনি গোটা দেশ। কিন্তু চতূর্থ দফার লকডাউনে আমূল পরিবর্তন আনা হয়েছে সারা দেশে ও তার সঙ্গেই শিথিল করা হয়েছে বেশি কয়েকটি নিয়মের বেড়াজাল। তাই লকডাউন ৪.০ জারি হওয়ার সঙ্গে সঙ্গেই ভোল বদলে গেল গোটা দেশের। দিল্লি-নয়ডা বর্ডার দেখে বোঝার উপায় নেই যে দেশে লকডাউন জারি রয়েছে। কয়েকশো গাড়ি দাঁড়িয়ে রয়েছে দিল্লি-নয়ডা সীমান্তের রাস্তায়, যা দেখে জোর গুঞ্জন হিতে বিপরীত হবে না তো!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: লকডাউনে পুরোপুরি চালু ই-কমার্স! কোথায় কোথায় পরিষেবা মিলবে? জেনে নিন


দিল্লি ট্রাফিক পুলিস অবশ্য জানিয়ে দিয়েছে শুধুমাত্র জেলা প্রশাসকের বৈধ নথি থাকলেই মিলবে কালিন্দী কুঞ্জ সেতু বা দিল্লি-নয়ডা ডিরেক্ট ধরে নয়ডা প্রবেশের অনুমতি। কিন্তু তার পরেও তো এই হাল। শ'য়ে শ'য়ে দাঁড়িয়ে গাড়ি।
চতুর্থ দফার লকডাউনের কবল থেকে ছাড় পেয়েছে বাজার, অফিস, গণপরিবহন এছাড়াও বেশ কিছু ক্ষেত্রের একাংশ। এবং জোন নির্ধারণের দায়িত্বও রাজ্যগুলিকে দিয়েছে কেন্দ্র। কিন্তু করোানা মোকাবিলার জন্য জারি হওয়া যে লকডাউন হাফ সেঞ্চুরি অতিক্রম ধরে চতুর্থ দফায় এসে পড়েছে, শিথিলতার জন্য ভেস্তে যাবে না তো! জোর জল্পনা সব মহলে।