নিজস্ব প্রতিবেদন: কর্ণাটকের পর এবার গোয়া। কংগ্রেসের সংকট বাড়ালেন দলের বিধায়করা। দল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন রাজ্যর ১০ বিধায়ক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-Ind vs Nz : চাপের মুখে ৭৭ রান, বিশ্বকাপে রেকর্ড গড়লেন 'স্যর' জাদেজা


বুধবার রাতেই দিল্লিতে পৌঁছে গিয়েছেন ওই ১০ কংগ্রেস বিধায়ক। এদের মধ্যে রয়েছেন বিরোধী দলনেতা চন্দ্রকান্ত বাবু কাভেলকর। সূত্রের খবর, নতুন সরকারে তাঁকে উপ-মুখ্যমন্ত্রীর পদ দেওয়া হতে পারে। দলত্যাগী ১০ বিধায়কের মধ্যে রয়েছেন বাবু কাভালেকর, বাবুশ মোনসেরাটে, জেনিফার মোনসেরাটে, টোনি ফার্নান্ডেজ, ফ্রান্সিস সিলভেরিয়া, ফিলিপে রডরিগজ, ক্লাফাসিও, উইল্ডফ্রে ডি সিলভা, নীলকান্ত হালানকার ও ইসিডোরে ফার্নান্ডেজ। আজ বৃহস্পতিবার এদের অমিত শাহের সঙ্গে দেখা করার কথা।



উল্লেখ্য, বুধবার সন্ধ্যায় স্পিকারের সঙ্গে সাক্ষাত করেন ওই ১০ বিধায়ক। একটি চিঠি লিখে তাঁদের দল ছাড়ার কথা ঘোষণা করেন তাঁরা। ওই সময় বিধানসভা চত্বরে ছিলেন মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত।



আরও পড়ুন-পরিসংখ্যান বলছে, একটানা তিনটি বিশ্বকাপ সেমিফাইনালে ব্যর্থ বিরাট কোহলি


গোয়া বিধানসভায় আসনসংখ্যা ৪০। এ মধ্যে রয়েছে বিজেপির ১৭, কংগ্রেসের ১৫, এনসিপির ১, মহারাষ্ট্র গো মন্তক পার্টির ১, গোয়া ফরওয়ার্ড পার্টির ৩ বিধায়ক। এখন কংগ্রেসের ১০ বিধায়ক বিজেপিতে যোগ দিলে বিজেপির হাতে বিধায়ক সংখ্যা গিয়ে দাঁড়াবে ২৭। এনিয়ে গোয়া বিধানসভায় ডেপুটি স্পিকার মাইকেল লোবো জানান, কংগ্রেস ছেড়ে বেরিয়ে আসছেন ১০ বিধায়ক। স্পিকার রাজেশ পটনাইক তাদের ইস্তফাপত্র গ্রহণ করেছেন।


এদিকে, রবিবার কর্ণাটকের জোট সরকারের ১১ বিধায়ক ইস্তফা দিতে যান স্পিকারের সচিবালয়ে। সে সময় স্পিকার ছুটিতে ছিলেন। পরে প্রত্যেককে ডেকে জানা হয় তাঁদের জোর করে ইস্তফা দেওয়ানো হচ্ছে, নাকি নিজের ইচ্ছায় সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। এর পরেই ৮ বিধায়কের ইস্তফাপত্র খারিজ করেন স্পিকার।


বিক্ষুব্ধ বিধায়কদের ‘ঘরে ফেরাতে’ মুখ্যমন্ত্রী কুমারস্বামী ছাড়া সব মন্ত্রী ইস্তফা দিয়েছেন। তাদের শরিক দুই নির্দল বিধায়ক এইচ নাগেশ ও আর শঙ্কর মন্ত্রীপদ ছেড়ে সরকার থেকে সমর্থন তুলে নিয়েছেন। জানা যাচ্ছে বিজেপিকে সমর্থন করতে পারেন তাঁরা।