পুজোর আগে স্বস্তির খবর দিল  ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। বাড়ল না গ্যাসের দাম। ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় সরকার। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দিল্লিতে ১৪.২ কিলোগ্রাম ভর্তুকিযুক্ত গ্যাসের দাম ৫৯৪ টাকায় স্থির রয়েছে ৷ দেশের অন্যান্য শহরেও রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত রাখা হেচে ৷ তবে যাঁরা ১৯ কিলোগ্রামের সিলিন্ডার ব্যবহার করেন তাদের জন্য দুঃসংবাদ। বৃদ্ধি করা হয়েছে সেই সমস্ত সিলিন্ডারের দাম। দিল্লিতে ১৯ কিলোগ্রাম রান্নার গ্যাসের দাম বেড়েছে ৩২ টাকা ৷


সর্বশেষ জুলাই মাসে দাম বেড়েছিল রান্নার গ্যাসের। ১৪ কিলোগ্রাম রান্নার গ্যাসের দাম বাড়নো হয়েছিল ৪ টাকা। অন্যদিকে ভর্তুকিহীন গ্যাসের দাম বেড়েছিল ১১.৫০ টাকা বেড়েছিল ৷ আগস্ট সেপ্টেম্বরে গ্যাসের যা দাম ধার্য করা হয়েছিল। অক্টোবরেও তাই রাখা হয়েছে।


  • দিল্লিতে ১৪.২ কিলোগ্রাম ভর্তুকিযুক্ত গ্যাস সিলিন্ডারের দাম - ৫৯৪ টাকা ৷

  • মুম্বইতে ভর্তুকিযুক্ত গ্যাস সিলিন্ডারের দাম - ৫৯৪ টাকা।

  • চেন্নাইয়ে ১৪.২ কিলোগ্রাম সিলিন্ডারের দাম - ৬১০ টাকা ৷

  • কলকাতায় ১৪.২ কিলোগ্রাম সিলিন্ডারের দাম - ৬২০.৫০ টাকা ৷


 রান্নার গ্য়াসের দাম বৃদ্ধি


  • দিল্লিতে ১৯ কিলোগ্রাম গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ১১৬৬ টাকা৷ 

  •  কলকাতায় রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ১২২০ টাকা হয়েছে ৷ প্রতি সিলিন্ডারে ২৪ টাকা দাম বেড়েছে ৷

  • মু্ম্বইয়ে ১৯ কিলোগ্রাম রান্নার গ্যাসের দাম বেড়ে হয়েছে  ১১১৩.৫০ টাকা ৷

  • চেন্নাইয়ে ১৯ কিলোগ্রাম এলপিজি গ্যাসের দাম বেড়ে হয়েছে   ১২৭৬ টাকা৷