ওয়েব ডেস্ক : ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে বড় চমক! বিজেপি নেতৃত্বাধীন NDA নাকি বড় চমক দিতে চলেছে। সূত্রের খবর এমনটাই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সূত্র বলছে, ভারতের পরবর্তী রাষ্ট্রপতি নাকি হবেন ঝাড়খণ্ডের বর্তমান রাজ্যপাল, দলিত নেত্রী, দ্রৌপদী মুর্মু। বিজেপি নেতৃত্বাধীন NDA তাঁকে রাষ্ট্রপতি পদপ্রার্থী করছে।


দ্রৌপদী মুর্মু ওডিশার দুবারের বিজেপি বিধায়ক ছিলেন। বিজেপির ময়ূরভঞ্জ জেলা শাখার দায়িত্বেও ছিলেন তিনি।


তবে আনুষ্ঠানিক ঘোষণা না হওয়া পর্যন্ত সবটাই জল্পনা। তালিকায় অন্য আরও হেভিওয়েটদের নামও রয়েছে। যার মধ্যে রয়েছেন বর্ষীয়ান নেতা এল কে আদবানি, লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন, বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ, কেন্দ্রীয় মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু প্রমুখ।


আরও পড়ুন, বদলে যাওয়া AC থ্রি-টিয়ার কামরায় থাকছে কী কী সুবিধা? জেনে নিন