নিজস্ব প্রতিবেদন : আরজেডি প্রধানের রাজনৈতিক কেরিয়ার প্রায় শেষ হওয়ার মুখে। পশুখাদ্য কেলেঙ্কারিতে লালু প্রসাদ ‌যাদব সহ ১৫ জনকে দোষী সাব্যস্ত করেছে সিবিআই আদালত। আগামী ৩ জানুয়ারি সাজা ঘোষণা। এর মধ্যেই ‌আরও এক ঝড় আছড়ে পড়ল যাদব পরিবারে।   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

৮ হাজার টাকার হাওলা মামলায় লালু প্রসাদ ‌যাদবের মেয়ে মিশা ভারতীর বিরুদ্ধে চার্জসিট দিল এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট। ওই মামলায় জড়ানো হয়েছে লালুর জামাইকেও। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে ওই মামলার শুনানি হবে।


দোষী সাব্যস্ত হওয়ার পরও দল তাঁর বিরুদ্ধে থাকবে বললেও, লালুর জন্য আরজেডি কতটা কী করতে পারবে তা ভাবার বিষয়। গোটা বিষয়টিকে আরজেডি বিজেপির ষড়‌যন্ত্র বললেও দোষী সাব্যস্ত লালুর সাজা হলে দল কী অবস্থা হবে তা নিয়ে প্রশ্ন থেকেই ‌যাচ্ছে। অাপাতত লালু ঠাঁই রাঁচির জেলে।


গত জুলাইয়ে ইডি মিশার চ্যাটার্ড অ্যাকাউন্টেন্ট রাজেশ আগরওয়ালের বিরুদ্ধে চার্জসিট দেয়। ওই চার্জসিটে মোট ৩৫ জনের নাম ছিল। তখনও মনে করা হয়েছিল, ঝড় আসতে পারে মিশার উপরেও।


আরও পড়ুন-'লালু প্রসাদের জেল নরেন্দ্র মোদীর খেল', প্রতিক্রিয়া আরজেডির