জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রাক্তন বিগ বস প্রতিযোগী এবং অভিনেতা আজাজ খান এবার রাজনীতিতে ভাগ্য পরীক্ষা করতে নেমেছিলেন। তিনি আজাদ সমাজ পার্টি (কাঁশি রাম) এর ব্যানারে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে ভারসোভা আসন থেকে প্রার্থী হন। কিন্তু ফলাফল একদমই আশানুরূপ হয়নি। নির্বাচন কমিশনের সর্বশেষ হিসাব অনুযায়ী, তিনি মাত্র ১৩১টি ভোট পেয়েছেন, যা চমকে দেওয়ার মতও কম।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: পেছন থেকে মদত! ইউক্রেনের পর এবার পুতিনের নিশানায় ইউরোপের একাধিক দেশ
আজাজ খানের ইনস্টাগ্রামে ৫.৬ মিলিয়নেরও বেশি ফলোয়ার থাকলেও তার এই সোশ্যাল মিডিয়া জনপ্রিয়তা ভোটের বাক্সে প্রতিফলিত হয়নি। বাস্তবতা এমন দাঁড়িয়েছে যে, নোটা (উপরের কোনটি নয়) বিকল্পটি এই আসনে ১,০২২টি ভোট পেয়েছে, যা মিস্টার খানের ভোটের প্রায় ছয় গুণ।



আরও পড়ুন: খুশির আমেজ নিমেষেই শেষ! পরপর মৃতদেহ, নিহত টেকনোলজি ইউনিভার্সিটির পড়ুয়ারা...



ভারসোভা আসনে এবারের ভোটদানের হার ছিল মাত্র ৪২.২ শতাংশ। ঐতিহ্যগতভাবে কংগ্রেসের দুর্গ বলে পরিচিত এই আসনে মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এই আসনে বর্তমানে এগিয়ে আছেন হারুন খান, যিনি ৫৮,০৪৭ ভোট পেয়েছেন।


 


আরও পড়ুন:  একসঙ্গে দুলে উঠল পরপর তিন-চারটি শহর! নড়ে উঠল মেঝে, টলে পড়ল টেবিল...



মহারাষ্ট্রের এবারের বিধানসভা নির্বাচন বিশেষভাবে গুরুত্বপূর্ণ ছিল। মহায্যুতি (বিজেপি-শিবসেনা-এনসিপি) এবং মহা বিকাশ আঘাদি (এনসিপি (এসপি)-শিবসেনা (ইউবিটি)-কংগ্রেস) এর মধ্যে জোর টক্করের আশা করা হয়েছিল। তবে প্রাথমিক ফলাফলে দেখা গেছে, বিজেপি নেতৃত্বাধীন মহায্যুতি জোট বিপুল সংখ্যাগরিষ্ঠতার পথে।


আরও পড়ুন: বদলের বাংলাদেশে ভারত থেকে চাল আমদানিতে মিলল ছাড়পত্র!‌



২৮৮ সদস্যবিশিষ্ট বিধানসভায় মহায্যুতি ২৩১টি আসনে এগিয়ে, যেখানে মহা বিকাশ আঘাদি মাত্র ৫১টি আসনে এগিয়েছে। বিজেপি ১৩০টিরও বেশি আসনে এগিয়ে রয়েছে। শিবসেনা এবং এনসিপি যথাক্রমে ৫৬ এবং ৩৯টি আসনে এগিয়ে আছে।



আরও পড়ুন: চাইলেই আর যাওয়া যাবে না সেন্টমার্টিন দ্বীপে! বদলের বাংলাদেশে চালু ট্রাভেল পাস নীতি..
আজাজ খানের এই ব্যর্থতা প্রমাণ করে যে, সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তা থাকলেও বাস্তবে বা ভোটের ময়দানে এটা খুব একটা কাজে আসে না। নোটার থেকে কম ভোট পাওয়া তার জন্য একটি বড় ধাক্কা।


 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)