অসহিষ্ণুতা নিয়ে মোদীকে চিঠি, অপর্ণা সেন-সহ ৯ বুদ্ধিজীবীর বিরুদ্ধে মামলা বিহারের আদালতে
দেশে সংখ্যালঘু-দলিতদের ওপরে হামলা, গণপিটুনির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন ওই ৪৯ বুদ্ধিজীবী
নিজস্ব প্রতিবেদন: উদ্দেশ্য প্রণোদিতভাবে দেশের ভাবমূর্তিকে কালিমালিপ্ত করার চেষ্টা করছেন বুদ্ধিজীবীরা। দেশে অসিহষ্ণুতা-গণপিটুনি বাড়া, সংখ্যালঘু ও দলিতদের ওপরে হামলা বাড়ার অভিযোগ তুলে প্রধানমন্ত্রীকে চিঠি লেখায় অপর্ণা সেন, কঙ্কনা সেনশর্মা, রেবতী-সহ ৯ বুদ্ধিজীবীর বিরুদ্ধে মামলা করলেন বিহারের এক আইনজীবী।
আরও পড়ুন-বেশ কিছু জায়গায় হিংসা ছড়াচ্ছে অনুপ্রবেশকারী ও রোহিঙ্গারা, NRC হলে ভাল হবে রাজ্যের: কেশরীনাথ
দেশে গণপিটুনি সহ অসহিষ্ণুতা বাড়ছে বলে মনে করেন দেশের বহু লেখক, শিল্পী। এনিয়ে প্রধানমন্ত্রীকে একটি চিঠি লেখেন দেশের ৪৯ বিশিষ্ট ব্যক্তি। তাদের মধ্যে ৯ জনের বিরুদ্ধে মামলা করলেন বিহারের মুজাফফরনগরের আইনজীবী সুধীর কে ঝা। মামলাটি গ্রহণ করেছে আদালত। এনিয়ে শুনানি হবে ৩ অগাস্ট। বুদ্ধিজীবীদের বিরুদ্ধে দেশদ্রোহ, ধর্মীর ভাবাবেগে আঘাতের অভিযোগ আনা হয়েছে।
কী অভিযোগ করেছেন সুধীর? সংবাদসংস্থাকে তিনি বলেন, দেশে অসহিষ্ণুতা বাড়ছে বলে অভিযোগ করেছেন দেশের ৪৯ বুদ্ধিজীবী। এনিয়ে তাঁরা প্রধানমন্ত্রীকে একটি খোলা চিঠিও লিখেছেন। এদের উদ্দেশ্য হল দেশের ভাবমূর্তিতে কালি ছিটানো। দেশকে ভাগ করতে চাইছেন এরা। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।
আরও পড়ুন-Exclusive: বিদায়বেলায় রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর
দেশে সংখ্যালঘু-দলিতদের ওপরে হামলা, গণপিটুনির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন ওই ৪৯ বুদ্ধিজীবি। প্রধানমন্ত্রীকে লেখা এক খোলা চিঠিতে সাক্ষর করেছেন সঙ্গীত শিল্পী সুভা মুদগল, কঙ্কনা সেনশর্মা, অভিনেতা কৌশিক সেন, সৌমিত্র চট্টোপাধ্যায়, পরিচালক অনুরাগ কাশ্যপ, মণি রত্নমের মতো মানুষজন। খোলা চিঠিতে জয় শ্রীরাম ধ্বনি এখন যুদ্ধের স্লোগানে পরিণত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।