নিজস্ব প্রতিবেদন : বিহার বিধানসভা নির্বাচনে আজ শেষ দফার ভোটগ্রহণ। শেষ দফায় আজ ৭৮ আসনে ভোট নেওয়া চলছে। প্রায় ২ কোটি ৩০ লাখ ভোটার এদিন বিহার বিধানসভার ৭৮ আসনের ভাগ্য নির্ধারণ করবেন। সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে ৭.৬৯ শতাংশ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শেষ দফার ভোটে হাড্ডাহাড্ডি বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমারকে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মুখে পড়তে হবে বলে মত রাজনৈতিক মহলের একাংশের। এদিন মোট ১৯টি জেলায় ভোট নেওয়া হচ্ছে। প্রতিদ্বন্দ্বিতা করছেন কমপক্ষে  ১২০৪ জন প্রার্থী। শেষ দফায় হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছেন বিজেপির নীরজ কুমার সিং। ছাতাপুর আসন থেকে লড়ছেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের তুতো ভাই। বিহারীগঞ্জ আসন থেকে লড়ছেন প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী শরদ যাদবের মেয়ে সুভাষিনী শরদ যাদব। লড়ছেন বর্তমানে বিহার বিধানসভার অধ্যক্ষ জনতা দলের ভিজয় কুমার চৌধুরী প্রমুখ।


কোভিড আবহে বিহার বিধানসভা নির্বাচনের দিকে নজর রয়েছে সবারই। এদিন সকালে শেষ দফার ভোটগ্রহণ শুরু হতেই টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 'নতুন রেকর্ড' তৈরি করার জন্য ভোটারদের আহ্বান জানান তিনি। উল্লেখ্য, বিহার বিধানসভা নির্বাচনের প্রচারে বিশেষভাবে নজর দিতে দেখা যায় প্রধানমন্ত্রী মোদীকে। নির্বাচনী প্রচারে ১২টি মিছিলে অংশ নেন তিনি। শুধু তাই নয়, জনতার উদ্দেশে লেখা খোলা চিঠিতে বিহারের উন্নতির জন্য মুখ্যমন্ত্রী হিসেবে নিতীশ কুমারকে কতটা 'প্রয়োজন' সেকথাও তুলে ধরেন তিনি।


আরও পড়ুন, মাস্ক না পরায় বাবার নামে জয়কে ফোনে নালিশ মমতার! শুনে কী বললেন শাহ?