নিজস্ব প্রতিবেদন: বিহার বিধানসভা নির্বাচনের শেষদফায় তুলনামূলকভাবে চাপে ছিল বিজেপি। কারণ পশ্চিমবঙ্গ ঘেঁসা যে জেলগুলিতে আজ ভোট নেওয়া হচ্ছে সেখানে বহু আসনে নির্ণায়ক শক্তি মুসলিম ভোটাররা। পরিস্থিতি বুঝে বেশ কয়েকটি আসনে প্রার্থী দিয়েছে মিম। এদিন বিকেল ৫টা পর্যন্ত রাজ্যের ৭৮ আসনে ভোট পড়ল ৫৫.২২ শতাংশ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-অমানবিকতার চূড়ান্ত! টাকা দিতে না পারায় মরণাপন্ন রোগীর গাড়িতে কাঁটা লাগাল পুলিস


নির্বাচন চলাকালীন হিংসার খবর এল পূর্ণিয়া থেকে। বিকেলে পূর্ণিয়ায় বিজেডি প্রার্থী বিট্টু সিংয়ের ভাই বেণী সিংকে গুলি করে দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। হামলা হয় দামোদর বিধানসভাক সারসি এলাকায়। 



বেগুসরাইয়ের একটি বুথে ভোট দিতে এলেন না ভোটাররা। তাদের দাবি, এলাকার উন্নয়ণ হয়নি। এলাকার মানুষজন সরকারের বিরুদ্ধে বিক্ষোভও দেখায়।


মুজাফফরপুরে ভোট দিতে আসার জন্য একটি অস্থায়ী সেতু তৈরি করে ফেললেন এলাকার মানুষজন।


এই দফায় লড়াইয়ে ময়দানে ছিলেন এলজেডি প্রধান শরদ যাদবের মেয়ে সুহাষিনী রাও। 


মুজাফফরপুরে ভোট দিতে এসে মৃত্যু হল এক ব্যক্তির। সেচ দফতরের ওই কর্মীকে ১৫ লাখ টাকা দেওয়ার কথা ঘোষণা করল জেলা প্রশাসন।


আরও পড়ুন-বাড়ছে বায়ুদূষণে মৃত্যু! শীতেই থাবা থেকে বেশি নখ বের করছে দূষণ 


উল্লেখ্য, বিহার বিধানসভা নির্বাচনে আজ শেষ দফার ভোটগ্রহণ। শেষ দফায় আজ ৭৮ আসনে ভোট নেওয়া চলছে। প্রায় ২ কোটি ৩০ লাখ ভোটার এদিন বিহার বিধানসভার ৭৮ আসনের ভাগ্য নির্ধারণ করবেন। সকাল ৯টা পর্যন্ত ভোট পড়ে ৭.৬৯ শতাংশ।


শেষ দফার ভোটে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মুখে পড়তে হবে বলে মত রাজনৈতিক মহলের একাংশের। এদিন মোট ১৯টি জেলায় ভোট নেওয়া হচ্ছে। প্রতিদ্বন্দ্বিতা করছেন কমপক্ষে  ১২০৪ জন প্রার্থী। শেষ দফায় হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছেন বিজেপির নীরজ কুমার সিং। ছাতাপুর আসন থেকে লড়ছেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের তুতো ভাই। বিহারীগঞ্জ আসন থেকে লড়ছেন প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী শরদ যাদবের মেয়ে সুভাষিনী শরদ যাদব। লড়ছেন বর্তমানে বিহার বিধানসভার অধ্যক্ষ জনতা দলের বিজয় কুমার চৌধুরী প্রমুখ।


আরও পড়ুন-বিজেপি-কংগ্রেসকে জোর ধাক্কা, একযোগে সহ সভাপতি-বিধায়ক যোগ দিলেন তৃণমূলে


কোভিড আবহে বিহার বিধানসভা নির্বাচনের দিকে নজর রয়েছে সবারই। এদিন সকালে শেষ দফার ভোটগ্রহণ শুরু হতেই টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 'নতুন রেকর্ড' তৈরি করার জন্য ভোটারদের আহ্বান জানান তিনি। উল্লেখ্য, বিহার বিধানসভা নির্বাচনের প্রচারে বিশেষভাবে নজর দিতে দেখা যায় প্রধানমন্ত্রী মোদীকে। নির্বাচনী প্রচারে ১২টি মিছিলে অংশ নেন তিনি। শুধু তাই নয়, জনতার উদ্দেশে লেখা খোলা চিঠিতে বিহারের উন্নতির জন্য মুখ্যমন্ত্রী হিসেবে নিতীশ কুমারকে কতটা 'প্রয়োজন' সেকথাও তুলে ধরেন তিনি।